Ads

শিফফাত শাহরিয়ারের ‘আমি কোয়ারেন্টিনে’ আলোচনায়

আবিদ আজম

মহামারী করেনা ভাইরাস নিয়ে গীতিকার ও কবি শিফফাত শাহরিয়ার লেখা জীবনমুখী একটি গান প্রশংসিত হয়েছে । ‘আমি কোয়ারেন্টিনে’ শিরোনামের গানটিতে কন্ঠদানের পাশাপাশি সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সঙ্গীতজ্ঞ রোকন ইমন। ইউটিউব চ্যালেন-Velki Music থেকে গানটি রিলিজ করা হলে ব্যাপক প্রশংসিত হয়। কয়েকটি এফএম রেডিও এবং টেলিভিশনেও গানটি প্রচারিত হয়েছে। ‘আমি কোয়ারেন্টিনে, কোভিড নাইনটিনে। আজ চেনা রাস্তা অচেনা মনে হয়, নাই কোলাহল ঐ মোড়ে…’ এমন আবেগঘন কথামালা দিয়ে সাজানো হয়েছে গানটির কথামালা। গীতিকার শিফফাত শাহরিয়ার এ ব্যাপারে জানান, হঠাৎ করেই গানটির আইডিয়া মাথায় আসে; যাতে প্রিয় রোকন ইমন কন্ঠদান ও দারুণ সুরারোপ করেছেন। রিলিজের পর সর্বমহল থেকে দারুণ প্রশংসা পাচ্ছি। সবাই গানটি গ্রহণ করলে আমাদের প্রয়াস স্বার্থক হবে। গানটির ব্যাপারে সার্বিক সহায়তা করেছেন, বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত অভিনেতা ও সংস্কৃতিকর্মী শাহাদাত জয়। পরম করুণাময় বিশ্বকে করোনা প্রাদুর্ভাব থেকে মুক্ত করুন, এমনটাই প্রার্থনা। তরুণ গীতিকার ও কবি শিফফাত শাহরিয়ার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। পাশাপাশি শিল্প-সাহিত্য ও সংস্কৃতির সাথে নিজেকে নিবিড়ভাবে জড়িয়ে রেখেছেন এই কীর্তিমান।

আরও পড়ুন