Ads

ধনিয়াচক মসজিদ : মোঘল স্থাপত্যের ঐতিহাসিক নিদর্শন

শাহনেওয়াজ আলী

“ধনিয়াচক মসজিদ” বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপত্য। যার অবস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছোট  সোনা মসজিদ স্থল বন্দর এলাকা হ‌তে ১ কি:মি: দূরে। যা মূল সড়ক থেকে একটু ভিতরের দিকে অবস্থিত। মসজিদটি‌তে  যাওয়ার কোনো প‌াকা রাস্তা নেই, আমের বাগান এবং মাঠের পাশ দিয়ে আপনাকে হাঁটতে হবে এবং স্থানীয়গ্রামবাসীর পরাম‌শ  নিতে হবে।এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি মস‌জিদ। ধনিয়াচক মসজিদটি বাংলার মুসলিম শাসনামলের মধ্যযুগীয় স্থাপত্যকলার এক অপূর্ব নিদর্শন। মসজিদটি ঈট ও টেরাকোটা নির্মিত একটি মোঘল আমলের স্থাপত্য এর উদাহরন। মসজিদটি ঈট ও টেরাকোটা দ্বারা অলং‌কিত এবং এর চার কোণে ৪টি অষ্টকোনাকৃতির মিনার বা টারেট এর ওপরে ছয়‌টি  গম্বুজ  দ্বারা নির্মিত, এর সামনের দিকে ৩ টি প্রবেশপথ ছাড়াও এর উত্তর এবং দক্ষিণ দিকে ২ টি করে আরো ৪ টি প্রবেশপথ আছে। এই মসজিদটির নির্মাণ ইতিহাস বা এর বয়সকা‌লের ক‌োনো তথ্য পাওয়া যায়নি।  স্থানীয়গ্রামবাসীদের ম‌তে,  অতীতে এই এলাকা‌তে  সুতা/তুলার ব্যবসা‌য়িরা  বাস করত  বাংলা ভাষায় তা‌দের ধুনি বলা হতো। এই শব্দটি ব্যবহার করে পরে মসজিদটির নামকরণ করা হয়েছিল ধুনি চক বা ধনিয়াচক মসজিদ।

আরও পড়ুন