Ads

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে পরিবেশবিদ কামরুলের স্মরণ

।। মহীয়সী ।।
বাংলাদেশী পরিবেশবিদ কামরুল ইসলাম চৌধুরীকে জার্মানির বনে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনে বেশ শ্রদ্ধার সাথে স্বরণ করা হয় । এই বিষয়ে ইউএস এ প্রবাসী বাংলাদেশী  সাংবাদিক
আনোয়ার হোসেইন মঞ্জু বলেন
কামরুল ইসলাম চৌধুরীকে জার্মানির বনে জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনে এভাবে স্মরণ করা হয়েছে দেখে ভালো লেগেছে। দেশে তাকে তার সাবেক কর্মক্ষেত্র অথবা তিনি জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও প্রেসক্লাবে তাকে আনুষ্ঠানিকভাবে স্মরণ করা হয়নি। কামরুল ইসলাম চৌধুরীকে আমরা তার প্রাপ্য সম্মান না দিলেও তিনি যে তার “জীবনের চেয়ে বড়ো” ছিলেন, তার প্রমাণ বনে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে তার অবদানের স্বীকৃতি। বাংলাদেশের একজন পরিবেশবাদীর মৃত্যুতে আন্তর্জাতিক পর্যায়ে এক মিনিট দাঁড়িয়ে সম্মান জানানো বিরল ঘটনা। কামরুল ভাইয়ের স্ত্রী ভাবী আমার হোয়াটসঅ্যাপে একটি ভিডিওটি পাঠিয়েছেন, তার বিদায়ে আমার কষ্ট সত্ত্বেও ভিডিওটি দেখে আপ্লুত হয়েছি।কামরুল চলে যাওয়ার পর চৌত্রিশ দিন কেটে গেছে। বিশ্বাস করতে কষ্ট হয়, জীবদ্দশায় তার সাথে আর দেখা হবে না। পরবর্তী জীবনে দেখা হোক এই আশা পোষণ করি। আল্লাহ বেহেশতবাসী করুন।”
আরও পড়ুন