Ads

বই মেলায় নতুন বই আল মামুরের “লাল পরীটার সই”

শাহাদাৎ হোসেন

আমাদের শিশু সাহিত্যে আব্দুল্লাহ-আল-মামুর রচিত লাল পরীটার সই একটি মনোরম ছড়ার সংকলন। গ্রন্থটিতে রয়েছে ২০ টি শিশু-কিশোর উপযোগী ছড়া-কবিতা। ছড়াগুলোর মধ্যে বৈচিত্র্যতা আনার চেষ্টা করেছেন তিনি। শিশু সাহিত্যের ক্ষেত্রে লেখক শিশুমনের কল্পনার জগতকে ধরতে জানতে হয়। একটি শিশুর শৈশব কাটে রূপকথার কল্পনায় কিংবা বাস্তবতার বাইরের অন্য একটি জগত নিয়ে। যেমন: শৈশবে আমরা চাঁদের বুড়ির চরকা কাটার গল্প শুনে চৈত্রের মাঠে সাদা সুতো ধরতে যেতাম। যদিও সেই সুতোগুলো কোথা থেকে আসতো তা জানা ছিলো না। কিন্তু চাঁদের বুড়ির গল্প কিন্তু সত্যি মনে হতো। তেমনি ভাবে জ্বিন-পরীর গল্পও শিশুমনের কল্পনাকে বিকশিত করে। সেই কাল্পনিক চরিত্র নিয়ে শিশুমন গল্প ফাঁদে। তেমনি এক কল্প গল্প নিয়ে লাল পরীটার সই ছড়াটি। যেখানে লাল পরীকে সই বানানোর জন্য খুুকি তাঁর পছন্দের বিভিন্ন জিনিস দিয়ে লোভ দেখাচ্ছে! শিশু-সাহিত্যের যে বৈশিষ্ট্যগুলো থাকে তার অন্যতম হলো নীতিশিক্ষা। লেখাটি পড়ে যাতে কিছু শিক্ষনীয় বিষয় শিশুমনে স্হান পায় সেদিকে খেয়াল রাখা উচিত। একজন আদর্শ শিশু-সাহিত্যিককে মনে রাখতে হয় তার লেখা যেনো শুধুই মনোরঞ্জক না হয় বরং পাশাপাশি শিক্ষনীয় দিকটাও থাকে। এদিক থেকে আব্দুল্লাহ-আল-মামুরের ছড়াগুলোতে সেই বৈশিষ্ট্য স্পষ্ট।

যেমন:- “দেখবো সকাল

সূর্য মামার সাথে

তাড়াতাড়ি

তাই ঘুমাবো রাতে।”

(সূর্য মামার হ্যালো)

“আমরা যারা আজকে ছোটো

কালকে হবো বড়ো /

ফুলের মতো ফুটবো সবাই

একসাথে গান ধরো।”

(ফুলের কুঁড়ি)

তাঁর ছড়া যে শুধুই নীতিতে ভরপুর বিষয়টা কিন্তু একদম তেমন নয়। বেশ কিছু ছড়া রয়েছে যেগুলো পড়ে না হেসে পারা যায় না! এমন অানন্দের খোরাক জোগাবে ‘চিংড়ি’ ‘সাহসী খোকা’ ‘স্বপ্ন’ ও ‘রাজকুমার ও ভূতের গল্প’। কিছু ছড়ায় অাছে বিজ্ঞানের প্রসঙ্গ। ‘এলিয়েন ও খুকি’ ‘মঙ্গলে কি ভূতের বাড়ি’ এই ছড়াগুলোতে কবি বিজ্ঞানের বিষয়কে তুলে এনেছেন খুব সহজ ভাবে। আল-মামুরের ছড়ার মধ্যে আরেকটি লক্ষনীয় বিষয় হলো প্রচুর প্রশ্নসূচক লাইন যাতে কিশোরসুলভ মনোজগতের পরিচয় পাওয়া যা। শিশুমনে যে নিত্যনতুন প্রশ্নের উদ্রেক হয় সেই মনোজগতকে ধরার চেষ্টা তাঁর লেখাতে বিদ্যমান। অর্থাৎ শিশু-কিশোর এই বইয়ের ছড়া পড়তে গিয়ে ছড়ার সাম্পান যে দখিনা বাতাসে দুলছে সেই দুলুনিতে নিজেরাও দোল খাবে ছন্দের তালে তালে। ছন্দের ক্ষেত্রে আল-মামুর স্বরবৃত্তকে বেছে নিয়েছেন৷ সাইফ আলির প্রচ্ছদ ও অলংকরণে সুসজ্জিত এই বইটি প্রকাশ করেছে পরিলেখ প্রকাশনী। এর প্রকাশকাল বইমেলা ২০২০। বইটির মূল্য রাখা হয়েছে ১৩৫ টাকা। বইটি পাওয়া যাবে অমর একুশে বইমেলার ৭১৩ নং স্টলে। সম্পূর্ণ রঙিন ছড়ার এই শিশুতোষ গ্রন্থটি পাঠক প্রিয়তা পাবে এই কামনা করি।

 

আরও পড়ুন