Ads

বাংলাদেশ-চীন যৌথ গবেষণা ইনস্টিটিউটের যাত্রা শুরু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

চীন প্রতিনিধিঃ  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাথে চীনের হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের এক যৌথ গবেষণা ইনস্টিটিউট যাত্রা শুরু করেছে। যৌথ এই গবেষণা ইনস্টিটিউটের নামকরণ করা হয়েছে ’সিনো-বাংলাদেশ বায়োইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনস্টিটিউট’।

গতকাল শনিবার দুপুরে ড. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে এ গবেষণা ইনস্টিটিউটের উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ও হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট ইয়াও জিয়াংলিন।

এর আগে সফরকারী হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের ছয় সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স রুমে স্বাগতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ’সিনো-বাংলাদেশ বায়োইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনস্টিটিউট’ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক এম মনজুর হোসেন এই ইনস্টিটিউটের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।

এসময় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এই ইনস্টিটিউট বাংলাদেশ ও চীন তথা এই অঞ্চলে সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নে নব দিগন্তের সূচনা করবে, যা সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক এম নজরুল ইসলাম, কৃষি অনুষদের অধিকর্তা অধ্যাপক সালেহা জেসমিন, বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক এম খলিলুর রহমান খান, প্রকৌশল অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. একরামুল হামিদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ, পরিবহন দফতরের প্রশাসক ড. এফ এম আলী হায়দার প্রমুখ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন সফরকারী হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের কলেজ অব লাইফ সায়েন্স এন্ড টেকনোলজির ভাইস-ডিন ঝাও জিয়াওজিয়ান, ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি ডেভেলপমেন্টের ভাইস-ডিন ঝাও হুই, কলেজ অব লাইফ সায়েন্স এন্ড টেকনোলজির প্রফেসর কাও এয়াংরং ও পেং নান, ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি ডেভেলপমেন্টের ডিরেক্টর চেন লিউ ও কলেজ অব প্লান্ট সায়েন্সের পোস্ট ডক্টরাল ফেলো হাফিজুর রহমান।

প্রতিনিধিদল চার দিনব্যাপী এই সফরের দ্বিতীয় দিনে রোববার এক লেকচার সিরিজে অংশ নিবে। লেকচার সিরিজে ’চাইনিজ বেল্ট এন্ড রোড ইনিসিয়েটিভ: বায়োইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অপরটুনিটিস বিটুইন বাংলাদেশ এন্ড চায়না’ শিরোনামে প্রবন্ধসহ সংশ্লিষ্ট বিষয়ে চারটি প্রবন্ধ উপস্থাপনের বিষয় নির্ধারিত রয়েছ ।

আরও পড়ুন