Ads

মুক্তিযোদ্ধা চাঁন আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বেলাল বকুল,রংপুরঃ

রংপুর মিঠাপুকুরে মুক্তিযোদ্ধা চাঁন আলীর( চাঁন মিয়ার)রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
শুক্রবার  সকাল ১০টায় মিঠাপুকুর  উপজেলার ১৭নং ইমাদপুর ইউনিয়নের ফরিদপুর মোল্লার হাট ঈদগাহ মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় নিজস্ব কবরস্থানে দাফন করা হয়।
নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা কমিশনার (ভূমি) জনাব নুর ই আলম সিদ্দিকী মিঠাপুকুর থানার এস আই মোঃ নওশেদ আলী’র নেতৃত্বে জেলা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ সম্মান প্রদর্শন করেন।
এর আগে জানাজা নামাযে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইউব আলি শেখ,সাবেক সহকারি কমান্ডার দেলোয়ার হোসেন আকন্দ।
সহকারি কমান্ডার নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক কমান্ডার তছলিম উদ্দিন,সাবেক ডেপুটি কমান্ডার ফজলুর রহমান সহ আরো অনেক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান জনাব আফসার মিয়া, ইউনিয়ন সাধারণ সম্পাদক রাশেদ আকন্দ, ইউপি ওয়ার্ড  সদস্য নজরুল ইসলাম প্রমুখ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা চাঁন আলী(৭৩)বৃহস্পতিবার  বিকাল ৪টা ১০ মিনিটে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না……….রাজিউন)

রিপোর্টারঃ রংপুর বিভাগীয় প্রধান,মহীয়সী।

আরও পড়ুন