Ads

লেবানন বিস্ফোরণের কারণ কি?

মাসুদ আলম

লেবাননের বৈরুতে শক্তিশালী বিস্ফোরণের কারণ হলো-” কৈ’য়ের তেলে কৈ মাছ ভাজা”!
জি খুলে বলছি…

বৈরুত বন্দরের একটি গুদামে সংরক্ষিত ছিল ২৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট। দেখতে ঠিক ইউরিয়া সারের মতো দানাদার অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি হয় অ্যামোনিয়া গ্যাস (NH3) এবং অত্যান্ত শক্তিশালী এসিড- নাইট্রিক এসিড (HNO3) এর সমন্বয়ে।

এই পদার্থটি মূলত ব্যবহৃত হয় পাথরের পাহাড় ভাঙ্গা (খনি কিংবা রাস্তা বানাতে), পুরাতন ভবন ভাঙ্গা সহ ইত্যাদি কাজের জন্য বিস্ফোরক বানাতে। এর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো কৃষি জমিতে উচ্চমাত্রার নাইট্রোজেন জোগানোর সার (fertilizer) হিসেবে। এটি পানিতে খুব সহজেই দ্রবীভূত হয়।
কেন ঘটলো বিস্ফোরণ!

দূর্ঘটনাবশত বিস্ফোরণ ঘটার সম্ভাবনা ১০% আর বাকিটা দখলদার রাষ্ট্র ইসরাইলের কাজ। তারাই হয়তো গুদামে ছোট্ট কোন বিস্ফোরণ ঘটিয়ে এর সূত্রপাত ঘটিয়েছে।
দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রীর Twitter (ছবিতে দেখুন) মন্তব্য টি পড়লে সেটি সহজেই অনুমান করা যায়।

(এই ঘটনার নিন্দা জানাই, আহত ও নিহতদের সবার প্রতি শোক ও সহমর্মিতা জানাই)

উল্লেখ্য যে বৈরুত বন্দরে অবস্থানরত বাংলাদেশী 🇧🇩 শান্তিরক্ষীদের যুদ্ধ জাহাজ “বিজয়” এই বিস্ফোরণের কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে এবং এতে ২১ জন সদস্য আহত হয়েছেন, তাদের চিকিৎসা চলছে। এছাড়া ২ জন বেসামরিক বাংলাদেশী নিহত হয়েছেন!

মাসুদ আলমঃ প্রবাসী বাংলাদেশী, আবুধাবি সিটি, ইউএই

আরও পড়ুন