।। মহীয়সী ।।
গত ১ ডিসেম্বর, ২০২৪ (রোববার) বিকাল ২ঃ০০ টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা, সংবাদ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এমপিও নীতিমালার শর্ত সমূহ শিথিল করে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবী জানানো হয় ।
নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের সভাপতি অধ্যক্ষ মোঃ নাজমুছ সাহাদাৎ আজাদীর সভাপতিত্বে মহাসচিব অধ্যক্ষ মোঃ মনিমুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাসদের সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহাসচিব মোঃ জাকির হোসেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক ফকির নাসির উদ্দিন, নন এমপিও আন্দোলনের অন্যতম শীর্ষনেতা প্রধান শিক্ষক আব্দুল বারী তালুকদার, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ সাজ্জাদ আহমেদ, অধ্যক্ষ আব্দুস সালাম, প্রধান শিক্ষক আব্দুল খালেক, অধ্যক্ষ জমির উদ্দিন চৌধুরী, প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান বাবুল, সুপার কাজী মোঃ মসিউর রহমান, প্রভাষক মোঃ আব্দুর রশিদ, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ বাকী বিল্লাহ,যুগ্ম মহাসচিব ফারহানা শরমীন জেনী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মামুন সিরাজুল কাদের প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, “পতিত আওয়ামী সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ২০২১ সালে যে নীতিমালা করেন তা ছিলো স্বীকৃতির শর্তের সাথে সাংঘর্ষিক; যার ফলে বিগত চার বছরে বহুশিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন করতে সক্ষম হয়নি। এমপিও আবেদন একটি চলমান প্রক্রিয়া। প্রতি বছর এমপিওভুক্তির জন্য আবেদন নেয়া হবে।”
কিন্তু দুঃখের বিষয় গত ৪ বছরে যে আবেদন নেয়া হয়েছে তাতে প্রায় ৪০০০ প্রতিষ্ঠান আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হয়নি; যা নিঃসন্দেহে দুঃখজনক এবং নিন্দনীয়। বরং রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিশেষ বিবেচনার অনৈতিকভাবে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়। আবেদন না নেয়ায় বহু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। কারণ দীর্ঘ ২০-২৫ বছর ধরে বিনা বেতনে কেউ চাকরি করতে পারে না।
আরও পড়ুন-
তাঁরা বলেন, “৫ আগস্ট ঐতিহাসিক ছাত্র-জনতার বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশের সর্বস্তরে বৈষম্য নিরসনে কাজ করছে। আমরা নন-এমপিও শিক্ষক কর্মচারীরা দেশের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। তাই নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সামাজিক মর্যাদা ও সীমাহীন কষ্টের কথা চিন্তা করে এমপিও নীতিমালা ২০২১ এর সকল শর্ত শিথিল করে বিশেষ বিবেচনায় স্বীকৃতিপ্রাপ্ত চলমান সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করে আমাদেরকে এই দুর্বিষহ জীবন থেকে মুক্তি দিন। আমরা নন-এমপিও শিক্ষকরা কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে থেকে আন্দোলনে যুক্ত ছিলাম। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে আমরা এ সরকারের সকল কার্যক্রমকে সমর্থন জানিয়ে এসেছি। আজকের অনুষ্ঠান থেকেও আমরা সরকারের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি জানাচ্ছি। পরিশেষে সরকারের নিকট মানবিক বিবেচনায় স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আহ্বান জানাচ্ছি ।”
…………………………………………………………………………………………………………………………
মহীয়সীর প্রিয় পাঠক! সামাজিক পারিবারিক নানা বিষয়ে লেখা আর্টিকেল, আত্মউন্নয়নমূলক অসাধারণ গল্প ও কবিতা পড়তে মহীয়সীর ফেসবুক পেইজ মহীয়সী/Mohioshi-তে লাইক দিয়ে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন। আর হ্যাঁ, মহীয়সীর সম্মানিত প্রিয় লেখক! আপনি আপনার পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইল-
[email protected] ও [email protected] -এ; মনে রাখবেন, “ধন দৌলত খরচ করলে কমে যায়, কিন্তু জ্ঞান বিতরণ করলে উত্তরোত্তর বৃদ্ধি পায়”। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ যার মঙ্গল চান, তাকেই দ্বীনি জ্ঞান দান করেন।” (সহিহ বুখারী- ৭১, ৩১১৬, ৩৬৪১, ৭৩১২, ৭৪৬০; মুসলিম- ১০৩৭; ইবনে মাজাহ- ২২১) ।
মহীয়সীর লেখক ও পাঠকদের মেলবন্ধনের জন্য রয়েছে আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম; আজই আপনি যুক্ত হয়ে যান এই গ্রুপে। আসুন, ইসলামী মূূল্যবোধে বিশ্বাসী প্রজন্ম গঠনের মাধ্যমে সুস্থ, সুন্দর পরিবার ও সমাজ গঠনে ভূমিকা রাখি। আসুন আমরা বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে সমাজে অবদান রাখতে সচেষ্ট হই। আল্লাহ তাআলা আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমীন।