Ads

আজ বেগম রোকেয়া দিবস

নিজস্ব প্রতিবেদক

আজ ৯ই ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। নারী জাগরণের অগ্রপ্রথিক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম এবং মৃত্যুদিবস আজ। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর পায়রাবন্দ জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৩২ সালের আজকের এই দিনেই মৃত্যুবরণ করেন।
দিবসটি উপলক্ষে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে নারীর আর্থসামাজিক উন্নয়ন ও ক্ষমতায়নে অবদান রাখার জন্য এবছর বিশিষ্ট পাঁচ নারীকে  “বেগম রোকেয়া পদক ২০১৯” তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা হলেন বেগম সেলিনা খালেক,অধ্যক্ষ শামসুন নাহার, নুরুননাহার ফয়জননেসা (মরণোত্তর), পাপড়ি বসু ও বেগম আখতার জাহান।

আরও পড়ুন