Ads

কবিতা উৎসব প্রতিযোগীদের জন্য করণীয়

মহীয়সী কর্তৃপক্ষ

মহীয়সী পরিবারের সকল সদস্যদের বিশেষ ভাবে জানাচ্ছি যে, কবিতা উৎসবের জন্য ৪ সদস্য বিশিষ্ট বিচারক প্যানেল প্রস্তুত করা হয়েছে।
সম্মানিত লেখক/লেখিকা ও প্রিয় শুভার্থী #কবিতাউৎসবে যারা অংশগ্রহন করছেন তাদের জন্য  রইলো আন্তরিক মোবারকবাদ। যে কোন প্রতিযোগিতায় কিছু রুলস থাকা জরুরী। কিন্তু আমাদের ব্যস্ততার কারণে এই কয়দিন রুলস ঠিক করে দিতে পারিনি। এজন্য দুঃখ প্রকাশ করছি। #কবিতাউৎসবের জন্য আমরা কিছু রুলস ঠিক করেছি। সুতরাং আপনারা নিম্নের রুলস মেনে কবিতা পোস্ট করুন।

১। অবশ্যই #কবিতাউৎসব এভাবে হ্যাশ ট্যাগ দিবেন নয়ত আমরা বুঝতে পারবো না। তাই যারা হ্যাশ ট্যাগ দেননি তারা দয়া করে দ্রুত দিয়ে ফেলুন। নতুবা আপনার ২ পয়েন্ট মাইনাস হয়ে যাবে।
২।সর্বোনিম্ন দশ লাইন হতে হবে।
৩। বানান ভুল হলে বাদ যাবে।
৪। অন্য কোথায় পোস্ট বা পাবলিশড হয়েছে এমন কবিতা কাউন্ট করা হবে না।
৫। প্রতিযোগিতার জন্য একজন তিনটা কবিতা দিতে পারবেন, সেক্ষেত্রে কবিতা নং- ১,২,৩ এভাবে দিতে পারেন (না দিলেও সমস্যা নেই)। তবে গ্রুপে ইচ্ছেমতো পোস্ট করা যাবে।
৬। একজন প্রতিযোগী নিম্মে পাঁচজনকে গ্রুপে ইনভাইট করতে হবে, এবং যে পাঁচজনকে ইনভাইট করবেন তাদেরকে আপনার পোস্টের কমেন্ট বক্সে মেনশন করবেন এর জন্য পাবেন বাড়তি ৫ পয়েন্ট। তবে চাইলে এটা আপনি স্কিপ করে যেতে পারেন।
৭। বিতর্কের সৃষ্টি হয় এমন কোন কবিতা পোস্ট করা যাবে না।

উক্ত বিষয় নিয়ে কারো কোন মতামত থাকলে কমেন্ট বক্স অথবা আমাদের mohioshi.com নামের পেইজে ইনবক্স করুন।
জমে উঠুক মহীয়সীর কবিতা উৎসব। সুস্থ সাহিত্য ও মানবীয় মূল্যবোধের বিকাশে মহীয়সীর সাথেই থাকুন।

আরও পড়ুন