Ads

রাবিতে লেখক ফোরামের মুক্ত আলোচনা অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি

আজ বৃহস্পতিবার, বেলা আড়াইটায় রাবি রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে “বিজয়ের বাংলাদেশ : বাংলাদেশের বিজয়” শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখক ফোরাম আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মুহাম্মাদ শরিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন প্রফেসর ইমেরিটাস ড. একেএম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. এম নজরুল ইসলাম, প্রফেসর ড. আবদুর রহমান সিদ্দিকী। মূল আলোচক ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ ফখরুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কলা অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ ফজলুল হক।
আলোচনা রাখেন বিশিষ্ট লেখক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, প্রফেসর আখতার হোসেন মজুমদার, প্রফেসর ড. বিলাল হোসাইন, প্রফেসর ড. সৈয়দ সরওয়ার জাহান, প্রফেসর ড. রেদওয়ানুর রহমান, বিশিষ্ট সাংবাদিক সরদার আবদুর রহমান, ইতিহাস গবেষক মাহবুব সিদ্দিকী, ড. আদিল হাসান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে কী-নোট উপস্থাপন করেন ড. ফজলুল হক তুহিন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন প্রফেসর ড. সেতাউর রহমান।
বক্তাগণ বলেন, বিজয়ের ইতিহাস এখন অন্ধকারে ঢেকে আছে। জনগণের কোন বিজয় আজো অর্জিত হয়নি। বিজয় হয়েছে শাসক গোষ্ঠীর। গণমানুষের অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা এমনকি নিরাপত্তার কোন গ্যারান্টি জনগণ পায়নি। তাই সত্যিকার বিজয় পেতে হলে দেশের সচেতন বুদ্ধিজীবি শ্রেণিকে সাহস নিয়ে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন