Ads

সন্তানদের বন্ধু বানান (পর্ব-৭)

নুরে আলম মুকতা

আমাদের সন্তান সন্ততিদের নিয়ে আমাদের পেরেশানি কতটুকু তা অভিভাবক মাত্র জানেন। আমাদের জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য সবার প্রায় একই রকম। প্রজন্ম তৈরি করে নিজে বেঁচে থাকা। চলে গিয়েও বেঁচে থাকা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এটিই সবার কাম্য। আমরা সৃষ্টির সেরা। এজন্য জনন শব্দটি জীববিদ্যায় বলা হয় কম। প্রতিটি প্রাণীর ক্ষেত্রে এটি প্রযোজ্য। বেশি বলা হয় প্রজনন। ইংরেজিতে বললে বিষয়টি আরো সহজ production না বলে এটিকে Reproduction বলা হয়। এর অর্থ ছেলে, মেয়ে, নাতি, পৌত্র প্রপৌত্র ক্রমান্বয়ে বংশগতি চলতে থাকা। আরো একটু সহজ করে যদি বলি তবে হবে জন্ম পুনরায় চলতে থাকা। থেমে না যাওয়া। পুরনো দিনে বলা হত বংশের বাতি জ্বালাবে কে? বিষয়টি নিয়ে বিতর্ক উঠতে পারে। সন্তান সন্ততি যে কেউ আপনার বাতি জ্বালাতে পারে। একটু চিন্তা করলেই পেয়ে যাবেন কেমন করে এটি সম্ভব।
প্রিয় বন্ধু  আপনার সন্তানকে কখনই বলবেন না, ওর মস্তিস্কে কিছু নেই। এটি সৃষ্টির প্রতি চরম অবিচার করা হবে। মানুষের মস্তিষ্ক যেভাবে সৃষ্টি করা হয়েছে তা মহাবিস্ময়কর! আমরা না জেনেই এগুলো বলি। চলুন সামান্য হলেও জেনে নিই মস্তিস্ক ও এটির ধারন ক্ষমতা। আমরা তো ৪/৬৪ মোবাইলেই লিখেই চলেছি । আরো কত কিছু করছি ! কারো বা মোবাইলের শক্তি ও ধারন ক্ষমতা আরো অনেক বেশি, দামও বেশি।  একদিন ছেলেটিকে বললাম, বাবা আমি এত এত লিখছি । মোবাইল নষ্ট হয়ে যাবে নাতো?  না আব্বু, তুমি নোট প্যাডে লিখে যাও। যত ইচ্ছে লেখো, আনলিমিটেড লেখো। ভয় নেই তোমার মোবাইল নষ্ট বা হ্যাং হয়ে গেলে ওটা আবার গুগল ব্যাক দেবে। এজন্য নিশ্চিন্তে লেখ। অবাক হলাম! আমরা ১ জিবি ২,৩,৪,৫ এরকম করে ১২৮ পর্যন্ত জিবির পেন ড্রাইভ ব্যবহার করে ডাটা ইনপুট বা ট্রান্সফার করছি। কিছু কিছু ক্ষেত্রে এগুলো ১০০০ বা ২০০০ পর্যন্ত হতে পারে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন মানুষের মস্তিষ্ক এর কোষের নিউরন আনলিমিটেড তথ্য ধারন ও বিশ্লেষণ করতে পারে যা গিগাবাইটে মাপা সম্ভব হয়নি। কেউ কেউ বলছেন , একজন মানুষ ৩০ লাখ ঘন্টা বা ৩৪২ বছর ধরে নিজের মেমোরি এ্যাকসেস যদি করে তবুও এর মেমোরি পূর্ন হবে না ! এর মধ্যে ভিডিও তো থাকছেই।
নর্থ ওয়েস্টার্ণ ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী পল রেবর বলছেন, মানুষের মস্তিস্কের ১০০ কোটি বা ১ বিলিয়ন নিউরন গড়ে তুলেছে এক মহাবিস্ময়কর গানিতিক সংযোগ যা এক ট্রিলিয়নেরও বেশি হবে !
বিজ্ঞানীরা বলছেন ,  মানুষের মস্তিষ্ক এর একটি  নিউরন যদি মাত্র একটি করেও মেমোরি ধারন করে তবে একজন মানুষের জীবদ্দশায় তা পূরন করা সম্ভব না। পল রেবর আরো বলছেন, মানুষের ব্রেন যদি অনুষ্ঠান ধারন করে কোন টিভিতে সম্প্রচার শুরু করে তাহলে তা অবিরাম লাইভ টেলিকাস্ট শেষ হতে কমপক্ষে ৩০০ বছর সময় লাগবে। বিজ্ঞানীরা একটি বিষয়ে একমত হয়েছেন যে মানুষের মস্তিস্কের ধারন ক্ষমতা কমপক্ষে ১০ লাখ গিগাবাইট বা তারও বেশি!
এখন একটু ভাবুন সন্তানের মস্তিস্ক ভালো না একথাটি আমাদের বলা কতটুকু যুক্তিসঙ্গত ? আমরা কথায় কথায় এটি বলি। দায় তো নিজে কেউ নিতে চাই না। দায় নিতে হবে নিজেকে। আমরা এমনও জানি  বাবা মা কেহ বিদ্যালয়ের মুখ দেখেন নি কিন্তু তাঁদের সন্তান দারুন প্রতিষ্ঠিত। কি করে সম্ভব? তাঁরা তো সন্তানকে শিক্ষক মহোদয়ের কাছে নিয়ে গিয়ে ঠাঁই বসে থাকেন নি। গ্রাম থেকে শহরের নাম করা প্রতিষ্ঠানে পড়ানোর জন্য কাঁড়ি কাঁড়ি অর্থ ঢেলে দেননি। বলতে পারেন এটি ব্যতিক্রম। ব্যতিক্রম ক্রম নয়। তাহলে আসুন পরিসংখ্যানে যাই। আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে শহর ও উচ্চবিত্ত পরিবারের শিক্ষার্থী আর গ্রামের শিক্ষার্থীদের অনুপাত দেখার মতো। গ্রাম প্রধান দেশ আমাদের। মস্তিস্ক বিকশিত হয় প্রকৃতির কোলে সবচেয়ে ভালো।
সবচেয়ে দুর্বলতম বাচ্চাটিরও অসীম মেধা আছে । যথাযথ পরিচর্যার অভাবে এটি  সামান্য বিকশিত হলেও থামতে পারবেন না। ও বিশাল কিছু অর্জন করে ফেলতে পারে যা,আমরা ভেবে দেখিনি। মস্তিস্কের যা ধারন ক্ষমতা তার সিকি ভাগও আমরা ব্যবহার করতে পারি না। আপনার সন্তানের মস্তিস্কের সামান্য মেধা চৌদ্দ বংশের জন্য যথেষ্ট। এজন্য সন্তানদের আমরা নিরুৎসাহিত না করে বরং ওদের সুযোগ করে দিই। বুকের ভেতর অনাবিল সাহস রেখে, ধৈর্যের সাথে পরিচর্যা করুন আপনি নিজে। সৃষ্টিকর্তার দেয়া বিস্ময়কর গোলাপ প্রস্ফুটিত হবে আপনার লালন পালনে।
(চলমান)
লেখকঃ সাহিত্যিক,শিক্ষক ও সহ-সম্পাদক,মহিয়সী।
আরও পড়ুন