Ads

শিশুদের যেভাবে শেখাবেন টেবিল ম্যানার্স

দোয়েল বন্দ্যোপাধ্যায়

যে কোনও সুঅভ্যেস গড়ে তুলতে গেলে প্রথম থেকেই বাবা-মাকে উদ্যোগ নিতে হয়৷বিশেষ করে শিশুদের টেবল ম্যানার্স শেখাতে গেলে চার অথবা পাঁচ বছর বয়স থেকেই সেটা শুরু করে দিতে হয়৷ দেখে নেব শিশুদের টেবিল ম্যানার্স শেখানোর পাঁচটি সহজ উপায়৷

খাবার টেবলে বসানো শেখান
চার বা পাঁচ বছর বয়সে আপনার সন্তান বসতে শিখে যায়৷বাচ্চাকে খাবার টেবিলে ডেকে নিন৷ খেয়াল রাখবেন উঁচু টেবিলে বা চেয়ারে বসে খেতে বাচ্চার যেন অসুবিধে না হয়৷ সেইমতো টেবিল চেয়ার অ্যাডজাস্ট করে নিন৷

খেতে শেখান
বাচ্চার প্লেটে অল্প অল্প করে খাবার তুলে দিন৷ যাতে খাবার নষ্ট না হয়৷ তাকে বলুন অল্প করেই মুখে তুলে মুখ বন্ধ করে আস্তে আস্তে চিবোতে৷ বাচ্চাকে বলুন স্যুপ, জল বা জুসের মতো তরল কিছু খেলে শব্দ না করে খেতে৷

বাসনপত্রের ব্যবহার বোঝান
টেবিলে যে বাসনপত্রগুলো রাখা থাকে তার ব্যবহার সন্তানকে বোঝান৷ কীভাবে কাঁটা চামচ ব্যবহার করতে হয় এ‌বং কখন করতে হয় সেটাও সন্তানকে শেখাতে হবে৷ যে পাত্রে ডাল দেওয়া হয় আর যে পাত্রে মিষ্টি জাতীয় কিছু দেওয়া হয় সেটা যে আলাদা সে বিষয়ে সন্তানকে সম্যক ধারণা গড়তে সাহায্য করুন৷

কমপ্লিমেন্ট দিতে শেখান
বাচ্চাকে বলুন কোনও রান্না ভালো লাগলে সেটার প্রশংসা করতে৷ খাওয়া শেষ হলে ধন্যবাদ এবং কোনও কিছু দু’বার চাইলে প্লিজ় বলতে শেখান৷

খাওয়ার পরে
খাওয়ার পরে নিজের থালা গ্লাস সিঙ্কে নামিয়ে দিতে বলুন৷ যদি সেগুলো ভারী হয় তাহলে দুবার করে নিয়ে যেতে বলুন৷ খাওয়ার পর ভালো করে হাত ধুতে এবং ব্রাশ করতে বলুনন।

আরও পড়ুন