Ads

নীল আকাশে গোলাকার রংধনু!

গতকাল ০৪/০৬/২০২০ আনুমানিক দুপুর ১২ঃ৩০ এ আকাশে হঠাৎ এই গোলাকার রংধনু দেখতে পাওয়া যায়। ছবিটি তুলেছেন রাজশাহীর ইম্পেরিয়াল স্কুল এন্ড কলেজের  শিক্ষিকা ও কবি শারমিন সুলতানা সুমির ছেলে সাইফান। ডিভাইসঃ মোবাইল ফোন স্যামসং J7 Next.

অবশ্য সাইফানের তোলা এই ছবিটি দেখে  জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের গবেষক এটিএম রফিকুল ইসলাম বলেছেন এটা রংধনু নয়। এটা হল- “22 degree halo or a sun halo, the ring is caused by sunlight passing through ice crystals in cirrus clouds within the Earth’s atmosphere”
অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতর সিরাস মেঘের মধ্যে অবস্থিত আইস ক্রিস্টালের ভেতর দিয়ে সূর্যের আলো অতিক্রম করার সময় এমন একটি রিং বা আংটি তৈরি হয় যাকে ২২ ডিগ্রি হ্যালো বা সান হ্যালো বলে । 
সান হ্যালোর আরও কিছু ছবি-

আরও পড়ুন