Ads

ছদ্মবেশে এসব কিন্তু এক একটি আশীর্বাদ

।। মূল: মুফতি মেনক।।

।। অনুবাদ: মাসুম খলিলী।।

এক. প্রতিটি সময় এবং তারপরে, আপনি যখন ন্যুনতম আশা করেন তখনও জীবন আপনাকে একটি ঘুর্ণিচাপে ফেলে দেয়। সর্বশক্তিমান আপনার দৈনন্দিন, আরামদায়ক রুটিন ব্যাহত করতে এসব প্রেরণ করেন। ছদ্মবেশে এসব কিন্তু এক একটি আশীর্বাদ। আপনি অবশেষে তা উপলব্ধি করবেন। তিনি এটি দেখার জন্য পর্যবেক্ষণে আছেন যে এর মাধ্যমে আপনি যা পাবার সেটি পেয়েছেন কিনা!

দুই. আমরা এটি অস্বীকার করি না যে অর্থ গুরুত্বপূর্ণ। তবে আপনাকে এর জন্য পাগলপারা হতে হবে না। সর্বশক্তিমান এটি আপনার জন্য লিখে রেখেছেন, এটি পেতে আপনার মিথ্যা কথা বলা, প্রতারণা করা, কারসাজি করা, ঠকানোর অভ্যাস অবলম্বন করার দরকার নেই, কেবল কিছু বাড়তি টাকা পাবার জন্য অন্যের অধিকার হরণ করার কোন প্রয়োজন নেই। লোভ শেষ পর্যন্ত কোন লাভ দেয় না!

আরও পড়ুন-

যেভাবে পাপমোচন হয়

পূনশ্চঃ

এক. একবার আপনি আপনার জন্য সবচেয়ে ভালো কাজটি শুরু করলে আপনি অনেক লোককে ছাড়িয়ে যাবেন। অন্যরা কেমন অনুভব করবে বা তারা এটি গ্রহণ করবে কিনা তা নিয়ে চিন্তা বন্ধ করুন। এই জীবন তার জন্য খুব ছোট। বিচার দিবসে সর্বশক্তিমানের সামনে বিষয়গুলি কেমন হবে তা নিয়ে উদ্বিগ্ন হন। এটাই মূল লক্ষ্য আপনার।

দুই. তারা যা বলে তা গুরুত্বপূর্ণ কিন্তু তারা কী করে তা দেখুন কারণ এটি আরও বেশি গুরুত্বপূর্ণ। দিনের শেষে, তারা আপনার সাথে কেমন আচরণ করে তা দেখুন। কারণ কথা বলা সহজ। কথা যখন বলা হয় তখন তার মূল্য সামান্যই। বাস্তবে করার চেয়ে কিছু সম্পর্কে বলা সত্যিকার অর্থে অনেক সহজ।

তিন. অনেক সময় আমরা ভাল লোকদের নিন্দা করি কারণ আমরা কয়েকটি বিষয়ে তাদের সাথে একমত নই। তারা ভাল করছে তা দেখতে আমরা অস্বীকার করি। মতবিরোধ স্বয়ংক্রিয়ভাবে একজন ব্যক্তিকে চরম খারাপ বা মন্দ করে না। যিনি সম্মানের সাথে একমত না হন এবং যিনি প্রকৃতই মন্দ এই দুয়ের মধ্যে পার্থক্য করতে শিখুন!

চার. কতবার আমরা বড় ছবি ভুলে যাই? আমরা নিতান্ত কিচিরমিচির ধরণের ছবির দিকে তাকাই। আমরা চাই সবকিছু নিখুঁত হোক। আমরা চাই সবকিছু আমাদের মত চলুক। আমরা সবসময় অস্থির থাকি, খুত এবং দাগ খুঁজি। এসব বন্ধ করুন! আমাদের যা আছে এবং সর্বশক্তিমান আমাদের যে সমস্ত কিছু দিয়েছেন তা উপভোগ করুন!

দ্রষ্টব্যঃ

তোমরা সেদিনকে ভয় কর যেদিন কেউ কারো উপকারে আসবে না এবং কারও সুপারিশ গৃহীত হবে না এবং কারও নিকট থেকে ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না আর তারা কোন রকম সাহায্যও পাবে না। (সূরা বাকারা: ৪৮)

তারপর তোমরাই তারা, যারা নিজদেরকে হত্যা করছ এবং তোমাদের একদলকে তাদের দেশ থেকে বহিস্কার করছ। তোমরা একে অন্যের সহযোগিতা করছ তাদের উপর অন্যায় ও সীমালঙ্ঘন দ্বারা। আর তারা যখন বন্দীরূপে তোমাদের কাছে উপস্থিত হয় তখন তোমরা মুক্তিপণ দাও ; অথচ তাদেরকে বহিষ্কার করাই তোমাদের উপর হারাম ছিল। তবে কি তোমরা কিতাবের কিছু অংশে ঈমান আন এবং কিছু অংশে কুফরী কর? তাহলে তোমাদের যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল দুনিয়ার জীবনে লাঞ্ছনা ও অপমান এবং কেয়ামতের দিন তাদেরকে ফিরিয়ে নেয়া হবে কঠিনতম শাস্তির দিকে। আর তারা যা করে আল্লাহ সে সম্পর্কে গাফিল নন। (সূরা বাকারা: ৮৫)

লেখকঃ একজন মুসলিম শিক্ষাবিদ, ইসলাম প্রচারক ও বক্তা

অনুবাদকঃ মাসুম খলিলী,  কলাম লেখক ও কার্যনির্বাহী সম্পাদক, দৈনিক নয়া দিগন্ত

…………………………………………………………………………………………………………………………

মহীয়সীর প্রিয় পাঠক ! সামাজিক পারিবারিক নানা বিষয়ে লেখা আর্টিকেল ,আত্মউন্নয়নমূলক অসাধারণ লেখা, গল্প  ও কবিতা  পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi  তে লাইক দিয়ে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন। আর হা মহীয়সীর সম্মানিত প্রিয় লেখক! আপনি আপনার পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে-  [email protected]  ও  [email protected] ; মনে রাখবেন,”জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও উত্তম ।” মহীয়সীর লেখক ও পাঠকদের মেলবন্ধনের জন্য রয়েছে  আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম ; আজই আপনিও যুক্ত হয়ে যান এই গ্রুপে ।  আসুন  ইসলামী মূূল্যবোধে বিশ্বাসী প্রজন্ম গঠনের মাধ্যমে সুস্থ,সুন্দর পরিবার ও সমাজ গঠনে ভূমিকা রাখি  । আসুন আমরা বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে সমাজে অবদান রাখতে সচেষ্ট হই । আল্লাহ আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমিন ।

আরও পড়ুন