।। মূল: মুফতি মেনক।।
।। অনুবাদ: মাসুম খলিলী।
এক. আপনার জীবনের প্রতিটি স্তর আপনাকে পরবর্তী স্তরের জন্য প্রস্তুত করছে। যা আছে এবং যা আসছে তাতে সন্তুষ্ট থাকুন। সর্বশক্তিমান সব পরিকল্পনা করেছেন। এমনকি যদি আপনি একটি হতাশ পরিস্থিতিতে আছেন এবং দুর্বল বোধ করেন, মনে রাখবেন এটি ঘটবে এবং শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে।
দুই. যারা তাদের বিশ্বাসের বিষয়ে গুরুতর এমন লোকদের নিয়ে মজা করে তাদের সম্পর্কে চিন্তা করবেন না। তারা আপনাকে নিয়েও হাসতে পারে অথবা আপনাকে উপহাস করতে পারে। এটা ঠিকই আছে। এটা আপনার পদক্ষেপের মধ্যে মানিয়ে নিন। আপনি আপনার সৃষ্টিকর্তার জন্য এটি করছেন। যিনি সর্বশক্তিমান। বিশ্বজগতের পালনকর্তা। অন্য কারো জন্য নয়।
তিন.আমরা বাহ্যিক সৌন্দর্যের উপর এত বেশি জোর দিই যে, প্রায়শই আমাদের অভ্যন্তরীণ নিজকে অবহেলা করি। মনে রাখবেন, সর্বশক্তিমান আমাদের হৃদয়ের অবস্থা দেখেন। তিনি আমাদের চেহারা বা শরীরের দিকে তাকান না। তাই হৃদয় রোগাক্রান্ত, কুৎসিত ও অস্বাস্থ্যকর হওয়ার আগে, আসুন আমরা সেটিকে পরিশুদ্ধ করার চেষ্টা করি।
পূনশ্চঃ
এক. শয়তান চায় না আপনি মোটেও অনুতপ্ত হন। কিন্তু যদি সে তা করতে না পারে, তার পরবর্তী সেরা পরিকল্পনা হল আপনার অনুতাপকে বিলম্বিত করা। ইবলিস আপনাকে বলার চেষ্টা করে যে অনেক সময় আছে এটি পরে আরও সহজ হবে। সেটা একবারেই মিথ্যা। সময় যত দীর্ঘ হয়, অনুতপ্ত হওয়া তত কঠিন হয়। অপেক্ষা করবেন না। আজই অনুতপ্ত হয়ে ফিরে আসুন।
দুই. মনে রাখবেন আপনার সংগ্রাম সবসময় শক্তি অর্জনের দিকে নিয়ে যায়। আপনার জীবনের প্রতিটি অসুবিধা, তা বড় বা ছোট, আপনার মধ্যে আরও শক্তি, বিশ্বাস এবং অধ্যবসায় তৈরি করবে। আপনার সমস্ত কষ্ট ও ব্যথার একটি উদ্দেশ্য আছে। হাল ছাড়বেন না। চলতে থাকুন।
তিন. জীবনের কোন কিছুর জন্য তাড়াহুড়া করবেন না। সর্বশক্তিমান ধৈর্য ধারণকে ভালবাসেন। তিনি তাঁর সময়ের মধ্যে সমস্ত কিছুকে সুন্দর করে তোলেন যা সব সময়ের জন্য হয় সেরা। তিনি যদি আপনার জন্য অপেক্ষা সামনে রাখেন তবে এর একটি কারণ আছে। সর্বশক্তিমান আপনার আহ্বান শোনেন না এমনটি বিশ্বাস করতে শয়তান আপনাকে প্ররোচিত করতে থাকে। সর্বশক্তিমান সব সময় শোনেন!
আরও পড়ুন-
চার. সর্বশক্তিমান যদি চান যে আপনি কিছু করেন তবে তিনি এটি আপনার সর্বাধিক দক্ষতার সাথে সম্পাদন করার ক্ষমতা আপনাকে দেবেন। নিজের প্রতি বিশ্বাস স্থাপন করুন এবং তাঁকে ফোকাসে রাখুন। আপনার মাথা তাঁর কাছে নত রাখুন এবং আপনার জীবন থেকে তিনি বিঘ্নতা সরিয়ে নেবেন। তিনি আপনাকে গাইড করবেন। এভাবেই আপনি সফল হবেন!
পাঁচ. আপনার কাজ স্বীকৃত না হলে মন খারাপ করবেন না। স্বীকৃতি চাওয়া মানুষের স্বভাব। কখনও কখনও এমনকি একটি ধন্যবাদই যথেষ্ট হবে। কিন্তু এটি দ্রুত নাও আসতে পারে। সর্বশক্তিমান জানেন আপনি কি করেছেন এবং কত প্রচেষ্টা ও ত্যাগ স্বীকার করেছেন। এটা কি আপনার জন্য সেরা জিনিস নয়?
ছয়. ব্যর্থতা কোনো দিন স্থায়ী হয় না। আপনি নিজেই নিজেকে তুলে ধরুন, দৃঢ় বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান। বিশ্বাস করুন যে,সর্বশক্তিমান আপনার জন্য আরো ভালো কিছু পরিকল্পনা করছেন। ধৈর্য ধারণ করুন। মনে রাখবেন আমাদের বিরুদ্ধে শয়তানের বড় অস্ত্র হলো আমাদের কামনাকে জাগিয়ে দেয়া, সৃষ্টিকর্তা নিয়ে সংশয় সৃষ্টি করা এবং আমাদের মনে দুনিয়ার পরমানন্দ হারানোর ব্যাপারে অস্থিরতা তৈরি করা।
সাত. আপনি আশেপাশে সবচেয়ে সফল ব্যক্তি হতে পারেন তবে আপনার যদি নম্রতা না থাকে তবে আপনি বেশিদূর যেতে পারবেন না। সেখানে অনেকেই আছেন যারা নিজেদের বিশ্বের মালিকের মতো আচরণ করে ঘুরে বেড়ান। এটা লজ্জাজনক যে যাদের কাছে গর্ব করার মতো কম কিছু আছে তারা সবচেয়ে বেশি অহংকার করে। সমাজের এমনই করুণ অবস্থা আজ ।
আট. সর্বশক্তিমানের উপর ভরসা করুন, যিনি আপনাকে এমন জিনিস দেবেন যা আপনি জানেন না যে আপনার জীবনে প্রয়োজন বা দরকারি ছিল। ভুলে যাবেন না যে তিনি আপনাকে আপনার নিজের চেয়ে বেশি ভাল জানেন। মনে রাখবেন, তিনি আপনাকে তৈরি করেছেন। সঠিক সময় হলে আপনি যা চাইবেন তা তিনি আপনাকে দেবেন। সে পর্যন্ত ধৈর্য ধরুন।
নয়. পরাক্রমশালী। এই অনিশ্চিত সময়ে, আমরা সামনে চ্যালেঞ্জ ও সংগ্রাম নিয়ে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাই; এসব আমাদের আপনার কাছাকাছি নিয়ে এসেছে। অন্ধকারের মধ্যে আমরা আপনার আলো দেখতে পাচ্ছি; ভীত অবস্থায় আমরা আপনার শক্তি অনুভব করি। আমরা অন্যের প্রতি সমবেদনা ও ভালবাসার জন্য প্রার্থনা করি। আমাদের অন্তরকে আপনার সাথে সংযুক্ত রাখুন। আমিন!
দ্রষ্টব্যঃ
হে নবী, ভালো ও মন্দ কখনো সমান হতে পারে না। মন্দকে ভালো পন্থায় প্রতিরোধ করুন। তখন দেখবেন, আপনার সঙ্গে যার শত্রুতা, সে আপনার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছে। (সুরা হা-মিম আস সেজদা : ১৮);
রাসুলুল্লাহ (সা.) বলেন, দয়ালুদের প্রতি আল্লাহ দয়া প্রদর্শন করেন। তোমরা পৃথিবীবাসীদের দয়া করো, আকাশের মালিক তোমাদের দয়া করবেন। দয়া আল্লাহর আত্মীয়। যে এর সঙ্গে সম্পর্ক স্থাপন করে সে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করল। যে এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল সে আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল। (সুনানে তিরমিজি)
লেখকঃ একজন মুসলিম শিক্ষাবিদ, ইসলাম প্রচারক ও বক্তা
অনুবাদকঃ মাসুম খলিলী, কলাম লেখক ও কার্যনির্বাহী সম্পাদক, দৈনিক নয়া দিগন্ত
…………………………………………………………………………………………………………………………
মহীয়সীর প্রিয় পাঠক ! সামাজিক পারিবারিক নানা বিষয়ে লেখা আর্টিকেল ,আত্মউন্নয়নমূলক অসাধারণ লেখা, গল্প ও কবিতা পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi তে লাইক দিয়ে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন। আর হা মহীয়সীর সম্মানিত প্রিয় লেখক! আপনি আপনার পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে- [email protected] ও [email protected] ; মনে রাখবেন,”জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও উত্তম ।” মহীয়সীর লেখক ও পাঠকদের মেলবন্ধনের জন্য রয়েছে আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম ; আজই আপনিও যুক্ত হয়ে যান এই গ্রুপে । আসুন ইসলামী মূূল্যবোধে বিশ্বাসী প্রজন্ম গঠনের মাধ্যমে সুস্থ,সুন্দর পরিবার ও সমাজ গঠনে ভূমিকা রাখি । আল্লাহ বলেছেন, “তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে চলো ।” (সূরা বাকারা-১৪৮) । আসুন আমরা বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে সমাজে অবদান রাখতে সচেষ্ট হই । আল্লাহ আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমিন ।