Ads

দৃষ্টিকে বিপথে যেতে দিলে সেটি হৃদয়কে অন্ধ করে দেয়

।। মূল: মুফতি মেনক।।

।। অনুবাদ: মাসুম খলিলী।।

এক. হৃদয় যা দেখে, মন তা সংরক্ষণ করে। সতর্ক হোন। সেজন্য দৃষ্টি নিচু করাটা জরুরী। দৃষ্টিকে বিপথে যেতে দিলে সেটি হৃদয়কে অন্ধ করে দেয়; এটি সত্য এবং মিথ্যার মধ্যে কিছু বলতে পারে না। এটি অন্তরকেও অন্ধকারে ঢেকে রাখে যখন দৃষ্টিকে আলো থেকে আড়াল করা হয়।

দুই. অন্যের সাথে কথা বলার সময় সর্বদা সর্বোত্তম শব্দ ব্যবহার করার যথাসাধ্য চেষ্টা করুন, আর অপমান করা, মন্দ নামে ডাকা এবং কঠোর না হবার চেষ্টা করুন । এই ইন্টারনেটের যুগে এটি আরও বেশি গুরুত্বপূর্ণ! আজ, অনেকে যা বলে ও যা লিখে তা নিয়ে দ্বিতীয় বার চিন্তা করতে পারে না! মনে রাখবেন আপনাকে সবকিছুর জন্য জবাবদিহি করতে হবে!

তিন. আপনার জন্য সর্বশক্তিমানের পরিকল্পনার উন্মোচন করার জন্য অপেক্ষা করা সর্বদা সহজ হয় না। অনেক কারণই বিবেচনায় আসে। তবে জেনে রাখুন শেষ পর্যন্ত আল্লাহর সাক্ষাতের জন্য অপেক্ষা করাই মূল্যবহ হবে। আপনি যখন অবশেষে দেখবেন যে আপনার জন্য কী অপেক্ষায় রয়েছে, আপনি সমস্ত দুর্ভোগ ভুলে যাবেন!

আরও পড়ুন-

অতীত ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ নয়, বাস করুন বর্তমানে

পূনশ্চঃ

এক. অন্যরা যখন আপনার ওপর হাল ছেড়ে দেয়, আপনার কাছ থেকে বেরিয়ে যায় এবং আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তখন নিজেকে চাপ দেওয়া বন্ধ করুন। এটি বিশ্বের সবকিছুর শেষ নয়। সর্বশক্তিমান এটা দেখবেন যে আপনি জীবনে ঝড়ের মোকাবিলা কিভাবে করছেন, যদি আপনি ভালোভাবে ধৈর্য্য ধরেন এবং তাঁর উপর বিশ্বাস রাখেন তাহলে কোন দ্বিধার কারণ থাকবে না।

দুই. বিষণ্নতাকে গ্রাস করতে দেবেন না আপনাকে। এই জীবন দুঃখ ও আনন্দময় মুহুর্তগুলির মিশ্রণ। কোন কিছুই টিকে না। জীবনটা এই রকমই। সর্বশক্তিমান আপনার চলার পথে যাই রাখুন না কেন, কষ্ট হওয়া সত্ত্বেও এক পা অন্যটির সামনে রেখে এগিয়ে যান। বিশ্বাস করুন যে তিনি কেবল যা চান তাই ভাল আপনার জন্য!

তিন. আপনি যেমন ব্যবহার অন্যের সাথে করেন, তেমন আচরণ আপনার সাথে অন্যরা করবে বলে আশা করবেন না। আপনি যাকে সবচেয়ে বেশি পছন্দ করেন সে আপনাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তও করতে পারে। আপনি এটি নিয়ন্ত্রণ করতে পারবেন না!

চার. সর্বশক্তিমান। আমরা আমাদের উদ্বেগ, উৎকণ্ঠা ও ভয় সম্পর্কে আপনাকে জানালাম, আমাদের যাত্রা অব্যাহত রাখার জন্য শক্তি চাই। এখনকার সময় অনেক কঠিন। মানুষ প্রিয়জন, চাকরি, তাদের শান্তি ও স্বস্তির অনুভুতি হারিয়েছে। সব কিছু আপনার নিয়ন্ত্রণে রয়েছে এটিকে পুরোপুরি গ্রহণ করে নিয়ে আমাদের প্রশান্ত থাকতে সহায়তা দান করুন। আমাদের চারপাশকে ভালোবাসা এবং নিরাময় দিয়ে ভরিয়ে দিন!

আরও পড়ুন-

দুনিয়ার জীবনে আখিরাতের প্রস্তুতি যেভাবে নেয়া দরকার

দ্রষ্টব্যঃ

মু’মিনদের বল তাদের দৃষ্টি অবনমিত করতে আর তাদের লজ্জাস্থান সংরক্ষণ করতে, এটাই তাদের জন্য বেশি পবিত্র, তারা যা কিছু করে সে সম্পর্কে আল্লাহ খুব ভালভাবেই অবগত। (সূরা নূর: ৩০);

সমুদ্রের মাঝখানে যখন তোমরা বিপদে পড়ো, তখন তোমরা (স্বাভাবিক অবস্থায়) আল্লাহ ছাড়া যাদের ডাকো তাদের ভুলে যাও। তারপর যখন আল্লাহ তোমাদের স্থলে (সৈকতে) এনে উদ্ধার করেন, তখন তোমরা (আল্লাহর দিক থেকে) মুখ ফিরিয়ে নাও। ’ (সূরা বনি ইসরাঈল : ৬৭);

যদি দুঃখ-দৈন্য স্পর্শ করার পর আমি তাকে সুখ ভোগ করাই, তখন সে বলতে থাকে, আমার বিপদ দূর হয়ে গেছে। তখন সে উত্ফুল্ল ও অহংকারী হয়ে যায়। (সূরা হুদ : ১০);

দুঃখ-দৈন্য স্পর্শ করার পর যখন আমি তাকে দয়া করে সুখের স্বাদ দিই, তখন মানুষ বলতে থাকে, ‘এটা তো আমার প্রাপ্যই ছিল। আমি তো মনে করি না কিয়ামত বলে কিছু আছে। ’ …আবার যখন মানুষ বিপদে-আপদে অমঙ্গলে পড়ে যায়, তখন সে দীর্ঘ প্রার্থনায় বসে যায়। (সূরা হা-মিম-সাজদা : ৫০-৫১);

আল্লাহ যখন মানুষকে দয়া ও সম্মানিত করেন, তখন মানুষ বলে, আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন। আর যখন আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য উপকরণ কমিয়ে দেন, তখন মানুষ বলতে থাকে, আল্লাহ আমাকে হেয় করে দিয়েছেন। (সূরা ফাজর : ১৫-১৬);

লেখকঃ একজন মুসলিম শিক্ষাবিদ, ইসলাম প্রচারক ও বক্তা

অনুবাদকঃ মাসুম খলিলী,  কলাম লেখক ও কার্যনির্বাহী সম্পাদক, দৈনিক নয়া দিগন্ত

…………………………………………………………………………………………………………………………

মহীয়সীর প্রিয় পাঠক ! সামাজিক পারিবারিক নানা বিষয়ে লেখা আর্টিকেল ,আত্মউন্নয়নমূলক অসাধারণ লেখা, গল্প  ও কবিতা  পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi  তে লাইক দিয়ে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন। আর হা মহীয়সীর সম্মানিত প্রিয় লেখক! আপনি আপনার পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে-  [email protected]  ও  [email protected] ; মনে রাখবেন,”জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও উত্তম ।” মহীয়সীর লেখক ও পাঠকদের মেলবন্ধনের জন্য রয়েছে  আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম ; আজই আপনিও যুক্ত হয়ে যান এই গ্রুপে ।  আসুন  ইসলামী মূূল্যবোধে বিশ্বাসী প্রজন্ম গঠনের মাধ্যমে সুস্থ,সুন্দর পরিবার ও সমাজ গঠনে ভূমিকা রাখি । আল্লাহ বলেছেন, “তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে চলো ।” (সূরা বাকারা-১৪৮) । আসুন আমরা বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে সমাজে অবদান রাখতে সচেষ্ট হই । আল্লাহ আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমিন ।

ফেসবুকে অনুবাদক মাসুম খলিলী

আরও পড়ুন