Ads

আজ বিশ্ব পরিবেশ দিবস

মহীয়সী ডেস্কঃ

বিশ্ব পরিবেশ দিবস আজ। প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী  জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে দিবসটি পালিত হয়। এই দিনেই জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স (United Nations Conference on the Human Environment) শুরু হয়েছিল। এই কনফারেন্স হয়েছিল ১৯৭২ খ্রিষ্টাব্দের ৫ থেকে ১৬ জুন অবধি। এই কনফারেন্স ঐ বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা। তখন থেকে প্রতি বৎসর এই দিবস পালিত হয়ে আসছে। দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ খ্রিষ্টাব্দে। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘প্রকৃতির জন্য সময়’ (Time for Nature)।এর লক্ষ্য হচ্ছে কীভাবে পৃথিবীর  সঙ্গে সঙ্গে মানুষের বিকাশ করা যায়, সেই রূপ কাঠামো গঠন।
এই বছরের আয়োজক দেশ হল জার্মানি ও কলম্বিয়া।

বিশ্বে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারিভাবে ব্যাপক কর্মসূচী নেওয়া হয়। কিন্তু এ বছর করোনা প্রাদুর্ভাবের কারণে কোন কর্মসূচী পালন সম্ভব না। তবে আয়োজক দেশ হিসেবে জার্মানি  এবার অনলাইনের মাধ্যমে দিবসটির মূল আয়োজন করবে।

আরও পড়ুন