Ads

করোনা রোগীর সেবায় হিজরা সংগঠন ‘বৃহন্নলা’

ঢাকা থেকে

মানবিকতার এই চরম অবক্ষয়ের মুহূর্তে মাঝেমাঝে অসাধারণ কিছু ঘটনা আমাদের মনে করিয়ে দেয় মানুষের মাঝে এখনও মানবিকতা একটু হলে জিইয়ে আছে । একেবারে তা বিলোপ হয়ে যায়নি এই সমাজ থেকে ।

ঢাকা মেডিকেল কলেজের করোনা ইউনিটের সামনে কোন অ্যাম্বুলেন্স থামতেই হাতে প্লাকার্ড নিয়ে ছুটে আসে তিন চারজন মানুষ।কমলা রঙের জ্যাকেট পরা মানুষেরা ধরাধরি করে রোগীকে এম্বুল্যান্স থেকে নামায়। কেউ হাতে তুলে নেয় রোগীর প্রয়োজনীয় জিনিসপত্র। কেউ আবার রোগীকে স্ট্রেচারে বসিয়ে এগিয়ে নিয়ে যায় হাসপাতালের ভেতরে।

তারা তৃতীয় লিঙ্গের মানুষ। স্বেচ্ছাসেবী সংগঠন ‘বৃহন্নলা’র স্বেচ্ছাসেবক মুনমুন, রুহী ও চাঁদনী। তাদের সঙ্গে আছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সাদিকুল ইসলামও।

করোনা আক্রান্ত রোগীকে যেখানে আত্মীয়স্বজনেরা বয়কট করে। আক্রান্ত হবার ভয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া মানুষটার পাশে এসেও দাঁড়ায়না। সেখানে ‘বৃহন্নলার’ তৃতীয় লিঙ্গের মানুষেরা পরম যত্নে রোগীর হাত ধরে, তাকে সাহস দেয়।

জয় হোক মানুষের, জয় মানুষ

আরও পড়ুন