Ads

খানিয়া দিঘি মসজিদ

শাহনেওয়াজ আলী

“খানিয়া দিঘি মসজিদ” এ‌টি রাজবিবি মসজিদ না‌মেও প‌রি‌চি‌ত। এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপত্য। যার অবস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার খনিয়া দিঘির পশ্চিম তীরে। এ‌টি প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি মস‌জিদ।এই মসজিদটি বাংলার মুসলিম শাসনামলের মধ্যযুগীয় স্থাপত্যর এক অপূর্ব নিদর্শন, ইট ও টেরাকোটার অলঙ্করণ দ্বারা সজ্জিত এই মসজিদটি । মস‌জি‌দটি একটি বর্গক্ষেত্রের নামাযের কক্ষ এবং একটি বারান্দা নিয়ে গঠিত, প্রার্থনা কক্ষটি একটি বৃহত গম্বুজ দ্বারা ছাদ করা হয়েছে এবং বারান্দাটি তিনটি ছোট গম্বুজ দ্বারা আবৃত। এই মসজিদটির নির্মাণ ইতিহাস বা এর বয়সকা‌লের ক‌নো তথ্য পাওয়া যায়নি ত‌বে মসজিদটির স্টাইলিস্টিক ভিত্তিতে ধারনা করা হয়‌যে এ‌টি ১৪৮০ খ্রিস্টাব্দের দি‌কে ইলিয়াশ শাহীর সময়কা‌লে নির্মান হ‌য়ে‌ছে।

আরও পড়ুন