Ads

চাঁদপুরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে “লাইট ফর হিউম্যানিটি-Light for Humanity(LFH)”

চাঁদপুর প্রতিনিধিঃ

মানব সম্পদ প্রতিটি দেশের জন্যই মূল্যবান। এই সম্পদকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে দূরন্ত গতিতে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে, আমাদের জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ চরম দারিদ্রতার শিকার। একটু দৃষ্টি দিলেই দেখা যায় এরা জীবনযাপনের সকল চাহিদা থেকে বঞ্চিত। সমাজের প্রতিটি স্তরে অবহেলার শিকার এসব সুবিধাবঞ্চিত মানুষেরা। অথচ একটু সুযোগ-সুবিধা পেলে, পর্যাপ্ত শিক্ষার আলোয় আলোকিত হতে পারলে দৃশ্যপট বদলে যেতো। বাংলাদেশ পৌছে যেতো উন্নয়নের আরো এক ধাপ উপরে। এসব কিছু বিবেচনা করে একদল তরুণ শিক্ষার্থী এগিয়ে এসেছে এদের জন্য কিছু করতে। তাঁরা স্বপ্ন দেখে, এদেশে সুবিধাবঞ্চিত শব্দটি একদিন মুছে যাবে। সম্ভাবনাময় সুবিধাবঞ্চিত শিশুরা সহযোগীতার অভাবে শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না।। এই শিশুরাই একদিন স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে কান্ডারি হবে। ওঁরা স্বপ্ন দেখে, কোনো মানুষ না খেয়ে থাকবে না। কোন অসহায় রোগী চিকিৎসার অভাবে ধুকে ধুকে মৃত্যু বরণ করবে না।যৌতুক, মাদক, নারী নির্যাতন থাকবে না। সমাজ বিধ্বংষী এসব বিষয়গুলো সমাজ থেকে মুল উৎপাটন করে এই সমাজকে রক্ষা করবে। সেই লক্ষ্যে চাঁদপুর শহরের একদল তরুণ শিক্ষার্থী”এসো আলোকিত মানুষ হই” এই স্লোগান নিয়ে গড়ে তুলেছে “Light for Humanity” নামের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। আলোকিত মানুষ গড়াই যাদের লক্ষ্য।

সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্যঃ

ক. সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই এ সংগঠনের অন্যতম লক্ষ্য ৷
খ. পিছিয়ে পড়া বা ঝরে পড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষাকে আনন্দ দানের মাধ্যমে প্রদান করার ব্যবস্থা করা।
গ. বিভিন্ন প্রকার সামাজিক সচেতনতামূলক ক্যাম্প পরিচালনা করা।
ঘ. নিয়মিত রক্তদান, রক্তদাতা সংগ্রহ, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা।
ঙ. বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, মাদক এর মত সমাজ বিধ্বংসী বিষয় সমূহের বিরুদ্ধে ঐক্যমত গঠন এবং রোধে সচেতনতা তৈরী করা।
চ. বন্যা, প্রাকৃতিক দুর্যোগে স্বেচ্চাশ্রম এবং সহযোগিতা প্রদান করা।
ছ. তারুন্যদীপ্ত, মেধাবী, দেশপ্রেমিক স্বেচ্চাসেবী গঠনের মাধ্যমে দেশ মাতৃকার কল্যাণে নিয়োজিত করা।

আপনারা চাইলে ওদের সাথে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়…
Gmail: [email protected]
Facebook: www.facebook.com/lightforhumanity.bd
Official mobile number: +8801637089927

 

আরও পড়ুন