Ads

টোকিও অলিম্পিকে মুসলিম দেশগুলোর শীর্ষ অবস্থানে ইরান !

কামরুজ্জামান নাবিল, ইরান থেকে

টোকিও অলিম্পিকে বিশ্বের মুসলিম দেশগুলোর সবার শীর্ষ অবস্থান অর্জন করেছে ইরান। এই অলিম্পিকে অংশ নিয়ে ইরানের সংগ্রহ ৩টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জ পদক। সর্বমোট ৭টি পদক জিতে র‍্যাংকিয়ে ইরানের অবস্থান ২৭তম স্থানে।

মুসলিম দেশগুলোর মাঝে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে উজবেকিস্তান ও তুরস্ক যাদের অবস্থান যথাক্রমে ৩১ ও ৩৪ নম্বরে।
এছাড়াও মুসলিম দেশগুলোর মাঝে কাতার, কসোভো, মিশর, ইন্দোনেশিয়া, তিউনিশিয়া, মরক্কো এবং আজারবাইজানের অবস্থান প্রথম ১০টি মুসলিম দেশের সারিতে।

কামরুজ্জামান নাবিলঃ প্রবাসী ডাক্তার, গবেষক ও কলাম লেখক 

আরও পড়ুন-

ইব্রাহিম রাইসির জয় ইরানকে কোন পথে নিবে?

উপসাগরীয় রাজনীতিতে ইরান ফ্যাক্টর ও হরমুজ প্রণালী

আরও পড়ুন