Ads

বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বরে  মাসব্যাপী  ইসলামি বইমেলা

নিজস্ব প্রতিবেদক

যে বই জুড়ে সূর্য ওঠে/পাতায় পাতায় গোলাপ ফোটে/সে-বই তুমি পড়বে।/যে-বই জ্বালে ভিন্ন আলো/তোমায় শেখায় বাসতে ভালো/সে-বই তুমি পড়বে। এ মুহুর্তে হুমায়ুন আজাদের লেখা ‘বই’ কবিতার এমন কিছু বই পেতে হলে আপনাকে যেতে হবে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বরে মাসব্যাপী আয়োজিত বই মেলায়।

সিরাতুন্নবি উপলক্ষ্যে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বরে বরাবরের মতো ইসলামি বইমেলার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। চলবে মাসব্যাপী (২০ নভেম্বর-১৮ ডিসেম্বর পর্যন্ত)। মেলার কার্যক্রম প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।

আয়োজকরা জানান, এবছর মেলায় ৬১ টি স্টল অংশগ্রহন করেছে। কিন্তু মেলা শুরু হওয়ার পরও প্রচারণার অভাবে জমছে না মেলা। কেননা বইমেলার প্রচারণার জন্য  ইসলামিক ফাউন্ডেশনের কোন বাজেট বরাদ্দ নেই বলে জানা যায়। নেই কোন মিডিয়ার প্রচারণাও। যার কারণে মেলায় লোক সমাগম আশানুরূপ হচ্ছে না।

বিক্রির জন্য স্টলে থরে থরে সাজানো  বই কিন্তু ক্রেতার উপস্থিতি তেমন নেই।

এদিকে মেলা উপলক্ষ্যে বিক্রেতাদের কাছ থেকে ডিসকাউন্ট মিলছে সর্বোচ্চ ৩৫%-৫০% পর্যন্ত। তাছাড়া কয়েকটি বই নিলেই অতিরিক্ত কিছু ছাড় পাওয়া যাচ্ছে। ক্রেতারা বই কিনবে আঁচ করতে পারলে, বেশ উৎসাহ নিয়ে বইয়ের পরিচিতি তুলে ধরছেন বিক্রেতারা।

ক্রেতাশূন্য স্টল।

ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত স্টলে ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সিরিজ বইগুলি পুরো না পাওয়া গেলেও, মেলার অন্যান্য স্টলগুলিতে বেশ সহজলভ্য। আছে ২৫%-২৭% পর্যন্ত ডিসকাউন্ট। বই কেনার এমন সুযোগ হাতছাড়া করতে না চাইলে আপনারা মেলায় ঘুরে আসুন বন্ধু, পরিবার-পরিজনসহ।

আরও পড়ুন