Ads

হিজাবধারী প্রথম মহাকাশচারী হবেন নূরা আল মাতরুসি

মাসুদ আলম, সংযুক্ত আরব আমিরাত থেকে 

হিজাব পরেও মহাকাশচারী হওয়া যায়! প্রথম আরব মহিলা নভোচারী! সত্যি বিষয়টা অন্যরকম অনুভূতির বিষয় মুসলিম বিশ্বের জন্য ।
সংযুক্ত আরব আমিরাতের (UAE) ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাই আমিরাতের শাসক শেখ রাশেদ আল মাকতুম গতকাল একজন মহিলা নভোচারী সহ আরো নতুন দুজন নভোচারীর নাম ঘোষণা করেন।তারা হলেন- নূরা আল মাতরুসি এবং মুহাম্মদ আল মুল্লা। তারা NASA’র পরবর্তী মহাকাশ অভিযান গুলোতে অংশ নিবেন। তাদের আগে আরব আমিরাত থেকে দুজন নভোচারী অভিযানে অংশ নিয়েছিলেন, তারা হলেন- হাজ্জা আল মানসুরী এবং সুলতান আল নিয়াদি।

বিভিন্ন ধাপের পরীক্ষা শেষে চার হাজারের ও বেশি ছাত্রছাত্রী থেকে তাদেরকে বাছাই করা হয়েছে। নূরা আল মাতরুসি হবেন প্রথম কোন আরব মহিলা।
শেখ রাশেদ আল মাকতুম তাদেরকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি আরো ঘোষণা দেন যে- ২০২৪ সাল নাগাদ তারা চাঁদের সবচেয়ে ছোট এবং সবচেয়ে হালকা রোবটযান পাঠাবে, যার কাজ চলছে। উল্লেখ্য যে দেশটি স্বাধীন হয়- ০২ ডিসেম্বর ১৯৭১ সালে এবং তেলসমৃদ্ধ এই দেশটির বার্ষিক মোট আয়ের শতকরা ২৫ ভাগ আসে তেল সম্পদ থেকে।

সূত্রঃ গালফ নিউজ

আরও পড়ুন