অপেক্ষার প্রহর মার্চ ৩১, ২০২০ আকাশের সূর্যটা অপেক্ষায় থাকে মুয়াজ্জিনের আজানের ধ্বনির জন্য, কখন সকাল হবে; সকালের সূর্যের মিষ্টি মুখর রোদ ছড়িয়ে দিবে পৃথিবীর বিশ্ব ভূমন্ডলে, রাতের চাঁদটি অপেক্ষায় থাকে সূর্যটা কখন নিভে যাবে আকাশের বুকে, চাঁদের জোছনার আলোয়ে আলোকিত…