তোমাকে যাবে না ভোলা কখনও মার্চ ১৮, ২০২০ তোমাকে যাবে না ভোলা কখনও তুমি ছিলে আমার কাছে পুরুষ প্রথম জীবনের চেয়ে ছিলাম বেশি প্রিয় তুমি আমায় রাখনি মাটিতে তখনও তাই তোমাকে যাবে না ভোলা কখনও। সেই ছেলেবেলা থেকে তোমার বুকে চলেছি মুখ রেখে ভুলি নাই এখনও তোমার সেই সুগন্ধি…