মেধার জন্য মার্চ ১৩, ২০২০ ছোট্ট অপ্সরা মেধা যেন বাবা মায়ের হৃদয়ের আধা। মনের গহীনে অবিরত স্বপ্নের অবাধ বুনন হৃদকাননে সে ফুল শত। কথায় যেন সে মহীয়সী পড়ালেখা আর আবৃত্তি কি দারুণ যে পটীয়সী। আদর কাড়া দৃষ্টিতে প্রাণ জুড়ায় তার নতুন নতুন সৃষ্টিতে।…