আব্দুস শাকুর তুহিন
প্রাণহীন খড়, ঘাস লতাপাতা
কোন্ শিল্পীর এই অমেয় খাতা!
আলো আর আঁধারির
মেলা ফাঁকে ফাঁকে,
আঁধারেও এতো রঙ
কে জানি গো মাখে !
আসমান থেকে এক
সাদা ফুল তারা,
তুলে এনে ঢেলে দেয়
বেগুনীর ধারা।
তারা ফুল গায়ে দিলো
সফেদ…
আব্দুস শাকুর তুহিন
~~~~~~~~~~~~
সন্ধ্যা আবির গায়ে মেখে
পাখির ঘরে ফেরা,
দিনের আলোর চেয়েও এ রঙ
দেখতে দারুণ সেরা ।
কিন্তু এ রঙ শিশির যেন
জীবন নদীর বাঁকে রে,
রঙের শেষে আঁধার হেসে
জীবন ঘিরে থাকে রে ।
উড়ুক উড়ুক উড়াল পাখি…