মাকড়সার ঘর জুলাই ২৮, ২০২১ মোর্শেদা হোসেন রুবি কম্বলটা তাড়াতাড়ি সাবান দিয়ে মেখে কচলে তারপর মেশিনে দিয়ে দে। এরপর আদা রসুনটা বেটে ফেল রে টুনি..!"আদেশ জারি করে রিমোট টিপে দিল কেয়া।চট করে একবার ঘড়িটা দেখে নিল সে। নাহ্, এখনও শুরু হয়নি। আরো দু' তিন মিনিট বাকি। গতরাতে…