ফারহানা শরমীন জেনীঃ
পলাশীর প্রান্তরে
রাঙা খুন ভাসে
অবিশ্বাসের সাথে
পরাজয় মিশে।
পাঁচশত বছরের
বর্নাঢ্য ইতিহাস
মুহূর্তে হেরে যায়
হয় সব নিঃশেষ।
ভাগীরথী বুক চিরে
বয়ে যায় নিরবধি
সফল এক কীর্তি
ইতিহাস অপ্রতিদ্বন্দ্বী।
ঘষেটি আর মিরজাফর…
শাহানারা শারমিনঃ
দুশো বছরের শৃংখলে আবদ্ধ
ছিলেন বাঙালি জাতি
বাংলার সিংহাসনে বসলেন নবাব
আলিবর্দি খানের নাতি।
বাংলার শেষ স্বাধীন নবাব
সিরাজদৌলা তার নাম
নিজের জীবনের চাইতে বেশি
দিতেন দেশের দাম।
শক্তি-সাহস,সুনাম ছিলো
মনে ছিল তার…