শাহীন খানের করোনাকে নিয়ে গুচ্ছ কবিতা মে ২৪, ২০২০ ১.আতংকে চারদিক থমথমে পথঘাট শূন্য ঘরে বসে কাটে দিন, খুব মন ক্ষুন্ন। আতংকে আছি সবে কি যেন কি হয় সব খানে নিরবতা, ভয় শুধু ভয়! পাখিরাও চুপচাপ, ফুল ফোটেনা ভ্রমরের নেই সুর, দূর ছোটে না। প্রিয়জন মরে আজ পাখির মতো…
শীত শীত জানুয়ারি ১২, ২০২০ শাহীন খান শীত শীত কী যে শীত গাই তার সংগীত ঠক ঠক কাঁপছি, চারদিকে চুপচাপ ঝরে রস টুপটাপ খাব রস ভাবছি। বয়ে চলে কুয়াশা লাগে যেন ধোঁয়াশা পাখিদের গানটান বন্ধ গরীবের কষ্ট হয় কাজ নষ্ট সব খানে লাগে হায় দ্বন্দ্ব! ও বাবা মাগোরে সূূর্য…