হারিয়ে যাবার ঠিকানা অক্টোবর ১২, ২০২২ ।। মোস্তফা মাসুম তৌফিক ।। হারিয়ে যাবার ঠিকানা কোথায়, পাইনি কোথাও খুঁজে হারাবার যত আকুলিবিকুলি পড়ে আছে মুখ গুঁজে; হারিয়ে যাইনি শুধু কমে গেছে হারিয়ে যাবার আশা পথ হারানোর ভয়ে হারিয়েছি সরল পথের দিশা! গহিন বনের সবুজের ভিড়ে…