শিমু খান
জোর আপত্তিতে ঠিক ক্ষয়ে যায় সময়,
বেঁধে রাখা কেউ না আমরা।
জীবন তোমার পড়ে কার ছায়া?
মুহূর্তে মুহূর্তে অবনীল হয় আতংকিত,
পুষ্পা মেয়েটা হয় কালসাপ
কারো গল্পে।
বুঝিনা,এসব গেমস! শুরু করে কখন কোথায় শেষ।
কবিতায় কাছে টানা আবেগ,সস্তা…
হতে পারে বিচ্ছিন্ন ভাবনা
-নুরে আলম মুকতা
মনে যদি অবারিত শান্তি না থাকে তবে মনে হয় নিরঙ্কুশ ভাবনা পাখা মেলতে পারে না। শান্তির বিষয়টিকে আমরা আরো যদি একটু বাংলায় উপসর্গ যোগ করে বলি তবে এটি প্রশান্তি হবে। কদিন আগে একটি নিউজে দেখছিলাম…