একটি সত্য মামলা
।। মাসুমা তাসনিম ।।
আমি আজ এ আসরে
কবিতার মায়াজালে জড়াবো না কাউকে,
গল্পের কথোপকথনের মুগ্ধতায়, কারো খেই হারাবো না,
শ্রোতাদের সম্মোহিত করবো না সুরের ইন্দ্রজালে।
কথা দিচ্ছি, কোন রসগ্রাহী পাঠককে
ব্যাকুল করবো না, রূপকথার রহস্যমায়ায়।…