Ads

আহ্বানঃ জীবন সঙ্গীর প্রতি।

আহ্বান: জীবনসঙ্গীর প্রতি

বলছি তোমায় প্রিয়!
ফুলশয্যার ভালবাসা নাহয় কমই দিও।
জীবন নামের যুদ্ধ যখন ক্লান্ত করে,
লড়ে যাওয়ার অবসাদে শ্রান্ত করে-
শক্তি হয়ে দাঁড়িও পাশে,
তুমিই আমার সাহস হয়ো !

অফিস ফেরত বাজলে ন’টা
পড়শি যখন নাচায় দুচোখ-
কেমন মেয়েটা!
তখন তুমি আস্থাভরা হাসি দিয়েই
জবাব দিও!

হঠাৎ হঠাৎ বাইরে ডিনার, ব্যুফে বিলাস?
চাই না সে তো!
রোজ হেঁসেলে কুটতে আনাজ বেলতে রুটি
বন্ধু হয়ে হাত বাড়িও।
চাই নি শুধু প্রয়োজনের খরচা জোগাও,
চাইছি তোমায়! সঙ্গে থাকার সময় দিও।

দিন বিশেষে গোলাপ বেলী ,
মন্দ সে নয়!
ভালবাসার জল হাওয়াতে
সংসারে রোজ হাসিখুশির ফুল ফোটানোর
ইচ্ছা যে হয়!

তাই তো প্রিয়!
সামনেও নয়, পিছনে নয়, পাশেই থেকো,
এই পৃথিবীর কঠিন পথে চলতে আমার
সাথেই থেকো, সাথেই নিও!

লেখক-ডঃ মারজানা সাবিহা শুচী, গবেষক, কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন