Ads

বাঙালি মাহমুদ যেভাবে মিউলার!

তারিক হক

জার্মানিতে এক ডাক্তারের চেম্বারে বসে আছি । হঠাৎ পাশে বসা এশিয়ান চেহারার এক ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করলেন :

-কিছু মনে করবেন না , আপনি কোন দেশের ?

-আমি বাংলাদেশ থেকে এসেছি ।

আমি বললাম । উনি লাফিয়ে উঠে বললেন,
-আরে ভাই , আমিও তো বাংলাদেশের । আপনি কতদিন আছেন এখানে ?
-অনেক যুগ ধরে , আপনি ?
-আমি পাঁচ বছর ধরে এখানে আছি । আমি এখানে বিয়ে করেছি।
-ও তাই , বেশ ।

ডাক্তারের সহকারিণী কিছুক্ষণ পরপর রোগীদের নাম ধরে ডাকছেন । হঠাৎ শুনলাম মিউলার, পাঁচ নাম্বার রুম।পাশে বসা বাঙালি ভদ্রলোক উঠে দাঁড়ালেন , আমাকে বললেন,

-আমার ডাক পড়েছে । আবার দেখা হবে কেমন।

উনি গেলেন আর আমাকে ভাবিয়ে তুল্লেন । বাঙ্গালির নাম মিউলার ! জীবনেও শুনিনি । আমি অনেকদিন দেশের বাইরে।

বাংলাদেশে শুনেছি ডিজিটালের জোয়ার বইছে , সেই জোয়ারে বোধ হয় বিদেশি নামও ঢুকে পড়েছে ।

রবি ঠাকুর লিখেছিলেন, পশ্চিম আজি খুলিয়াছে দ্বার , সেথা হতে সবে আনে উপহার , দিবে আর নিবে, মিলাবে মিলিবে …. ।

সেটাই কি সত্যি হতে চলেছে ?

যাহোক, কিছুক্ষণ পর আমারও ডাক পড়ল । চেম্বার থেকে বেরিয়ে গাড়ির কাছে গেলাম। „মিউলার“ সাহেবের সঙ্গে আবার দেখা হলো।আমি ভদ্রতার মাথা খেয়ে তাকে জিজ্ঞেস করলাম,

-কিছু মনে করবেন না , আপনার নাম মিউলার ? -আরে না, না , আমার নাম মাহমুদ । জার্মান মেয়েকে বিয়ে করে মিউলার হয়েছি।

-কেন ?

-আর বলবেন না, যেখানেই চাকরির জন্য আবেদন করি , কোনো ইন্টারভিউতে ডাকে না । যেই মুহূর্তে নাম পরিবর্তন করে বউয়ের নাম নিলাম, ইন্টারভিউতে তে ডাকলো আর চাকরিও পেলাম ।

পাঠক, হয়তো মনে করেছেন এটা একটি গাঁজাখুরি গল্প । আসলে তা নয় ।

জার্মান একটি নিরীক্ষায় জানা গেছে, যে সমস্ত বিদেশিদের নামের পিছনে খান, মোহাম্মদ, আলী বা মাহমুদ থাকে , চাকরির বাজারে সত্যি তাদের দুরবস্থা।
অনেক বিদেশি , বিশেষ করে যারা আরব দেশ থেকে এসেছে, তারা একই কথা বলে।

ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ” বিদেশি নাগরিকদের আমেরিকা আসার ভিসা দেয়া হবে না “

তার মানে কী ?

আমাদের পাড়ার ইব্রাহিম হয়ে যাবে আব্রাহাম , গ্রামের মুসা মোজেস আর ছোট্ট মেয়ে টুম্পা হয়ে যাবে ট্রাম্প ।

আনন্দে শ্বেতকায়রা ধেই ধেই করে নাঁচবেন আর গাইবেন “নাগিন ” সিনেমার গানটি , “মন দোলে মেরা তান দোলে মেরে দিল কা গায়া কারার রে ইয়েঃ কৌণ বাজায়ে বাঁশুরিয়া “।

( সত্য ঘটনা অবলম্বনে রচিত। বিষয়টি ব্যক্তিগত ভাবে না নেবার অনুরোধ রইলো। দয়াকরে অহেতুক এবং অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকুন )

লেখকঃ মোটিভেশনাল প্রবাসী লেখক,জার্মানি

আরও পড়ুন