Ads

সর্বশক্তিমানের চ্যালেঞ্জ আপনাকে শক্তিশালী করে

।। মূলঃ মুফতি মেনক ।।

।। অনুবাদঃ মাসুম খলিলী।।

এক.সর্বশক্তিমান আপনার পথে যে চ্যালেঞ্জগুলি পাঠান তাতে আপনি আরো শক্তিশালী হয়ে উঠেন। আর এভাবেই আপনি বিকশিত হন। কৃতজ্ঞতা প্রকাশ করুন তাঁর প্রতি।

দুই. যদি আপনি আপনার কথোপকথনে অন্য মানুষের উপর ফোকাস খুঁজে পান; তাদের জীবনে কি ঘটছে, তাদের সম্পর্ক, তাদের সামাজিক অবস্থান ইত্যাদিতে মনোনিবেশ করেন, তাহলে আপনার একটি গুরুতর সমস্যা আছে। আপনাকে সেই ছাঁচ থেকে বেরিয়ে আসতে হবে; অন্যের বিষয়ে উদ্বিগ্ন না হয়ে নিজের দিকে মনোনিবেশ করুন।

পূনশ্চঃ

এক. কখনও কখনও সর্বশক্তিমান আপনার জীবন থেকে একটি নির্দিষ্ট ব্যক্তিকে সরিয়ে দেন কারণ সম্পর্কটি আর কোনো উদ্দেশ্য পূরণ করে না। এর ইতিবাচক বৃদ্ধি আর নেই। বিষয়গুলি চিনতে শিখুন। সেই ব্যক্তির পিছনে দৌড়াবেন না যে আপনার জীবনের পরবর্তী যাত্রার অংশ হতে চায় না। সামনে এগিয়ে চলুন।

দুই. সর্বশক্তিমান। আমরা নিখুঁত নই। আমরা পাপ করি, আমরা অলসতা করি এবং ভুল করি কিন্তু আমরা আপনাকে খুশি করার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করি। আমরা আপনাকে অনুরোধ করি যে আমরা শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য যে কাজগুলি করি তা গ্রহণ করুন। আমাদের ভুলত্রুটি ক্ষমা করুন। আমরা কখনই আপনার রহমতের আশা হারাবো না। আমরা সর্বদা আপনার সাথে আমাদের হৃদয় সংযুক্ত রাখব।

তিন. সত্যটি হল আপনি সময়ে সময়ে অপবাদের শিকার হতে পারেন। তাই এটি ঘটলে এটিকে মানসিক অশান্তিতে ফেলতে দেবেন না আপনাকে। আপনি যদি মিথ্যার বিরুদ্ধে নিজেকে রক্ষা করার প্রয়োজন বোধ করেন, তবে সর্বোত্তম পদ্ধতি হল শান্তভাবে প্রতিক্রিয়া জানানোর আগে নিজেকে শান্ত হওয়ার জন্য সময় দেওয়া।

আরও পড়ুন-চুপচাপ থাকতে অনেক পরিপক্বতা ও বুদ্ধি লাগে

চার. আপনি কি মনে করেন যে রাস্তার শেষ প্রান্তে এসে পড়েছেন? যখন সমস্ত কিছু বন্ধ হয়ে যায় বলে মনে হয় এবং আপনি হেরে গেছেন এমন ভাবনা শুরু করেন, তখন আবার চিন্তা করুন। ভাবুন সর্বশক্তিমানের ক্ষমতার কোন সীমা পরিসীমা আছে কি? তিনি বিশ্বজগতের পালনকর্তা। আপনি কি ভাবেন যে তিনি এখন আপনাকে পরিত্যাগ করবেন? তাকে দৃঢভাবে বিশ্বাস করুন।

পাঁচ. আপনি যখন নিজের পাপের জন্য অনুশোচনা করেন, এবং যখন আপনি এসবের কথা স্মরণ করেন তখন ব্যথা অনুভব করেন, এটি আপনার ঈমান এবং আন্তরিক অনুশোচনার লক্ষণ। তবে অনুতপ্ত হওয়ার পরে শয়তান আপনাকে সর্বশক্তিমানের করুণার ব্যাপারে আপনার মধ্যে সন্দেহ জাগাতে চেষ্টা করবে। হতাশ হবেন না, তার ফাঁদে পড়বেন না! সামনে এগিয়ে যান!

ছয়. সর্বশক্তিমান। এই শুভ দিনে, আমরা প্রার্থনা করি যে আপনি আমাদের প্রতি দয়া করুন; আমাদের চারপাশের দুর্ভোগ দূর করুন এবং আমাদের পুনরুদ্ধার করুন। আমরা জানি আপনার সাহায্য ছাড়া আর কোন প্রতিকার নেই। আমাদের হৃদয়কে নিরাময় করুন এবং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করুন যাতে আমরা আপনার প্রতি একটি শক্তিশালী সংযুক্তি অনুভব করতে পারি। আমীন।

দ্রষ্টব্যঃ

যমীনে বা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপৰ্যয়ই আসে তা সংঘটিত হওয়ার পূর্বেই আমরা তা কিতাবে লিপিবদ্ধ রেখেছি নিশ্চয় আল্লাহর পক্ষে এটা খুব সহজ। ( আল-হাদীদ: ২৩);

আর আপনি পর্বতমালা দেখছেন, মনে করছেন, সেটা আচল, অথচ ওগুলো মেঘপুঞ্জের ন্যায় চলমান। এটা আল্লাহরই সৃষ্টি-নৈপুণ্য, যিনি সব কিছুকেই করেছেন সুষম। (সুরা নামল : ৮৮);

আবু হুরাইরাহ্ রা: থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সা: বলেছেনঃ শক্তিধর ঈমানদার দুর্বল ঈমানদারের তুলনায় আল্লাহর নিকট উত্তম ও অতীব পছন্দনীয়। তবে প্রত্যেকের মধ্যেই কল্যাণ নিহিত আছে, যাতে তোমার উপকার রয়েছে তা অর্জনে তুমি আগ্রহী হও এবং আল্লাহর কাছে সাহায্য কামনা কর। তুমি অক্ষম হয়ে যেও না। এমন বলো না যে, যদি আমি এমন এমন করতাম তবে এমন হত না। বরং এ কথা বলে যে, আল্লাহ তা’আলা যা নির্দিষ্ট করেছেন এবং যা চেয়েছেন তাই করেছেন। কেননা যদি শব্দটি শয়তানের কর্মের দুয়ার খুলে দেয়। ( সহিহ মুসলিম: ২৬৬৪, ইসলামিক ফাউন্ডেশন ৬৫৩২, ইসলামিক সেন্টার ৬৫৮৪);

…………………………………………………………………………………………………………………………

মহীয়সীর প্রিয় পাঠক ! সামাজিক পারিবারিক নানা বিষয়ে লেখা আর্টিকেল ,আত্মউন্নয়নমূলক অসাধারণ লেখা, গল্প  ও কবিতা  পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi  তে লাইক দিয়ে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন। আর হা মহীয়সীর সম্মানিত প্রিয় লেখক! আপনি আপনার পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে-  [email protected]  ও  [email protected] ; মনে রাখবেন,”জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও উত্তম ।” মহীয়সীর লেখক ও পাঠকদের মেলবন্ধনের জন্য রয়েছে  আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম ; আজই আপনিও যুক্ত হয়ে যান এই গ্রুপে ।  আসুন  ইসলামী মূূল্যবোধে বিশ্বাসী প্রজন্ম গঠনের মাধ্যমে সুস্থ,সুন্দর পরিবার ও সমাজ গঠনে ভূমিকা রাখি । আল্লাহ বলেছেন, “তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে চলো ।” (সূরা বাকারা-১৪৮) । আসুন আমরা বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে সমাজে অবদান রাখতে সচেষ্ট হই । আল্লাহ আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমিন ।

আরও পড়ুন