Ads

সিরাতুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

“কুল মাখলুকে আজি ধ্বনি ওঠে কে এলো ঐ
কালিমা শাহাদাত এর বাণী ঠোঁটে কে এলো ঐ
খোদার জ্যোতি পেশানিতে ফোটে কে এলো ঐ
আকাশ ,গ্রহ ,তারা পড়ে লুটে কে
এলো ঐ

পড়ে দরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে
তোরা দেখে যা আমিনা মায়ের কোলে”

সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যুগ জামানার ঘূর্ণিপাকে গোমরাহী দূর করতে যিনি এ ধরায় আসেন, আমার কলিজার মধ্যস্থান, আমার হৃদয়ের স্পন্দন সাইয়েদুল মুরসালীন খাতামুন নাবিইয়ীন মানবতার মুক্তিদূত
মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা) আজকের এই দিনে জন্ম নেন ও মৃত্যুবরণ করেন।

ঈদে মিলাদুন্নবীর এই মহা ক্ষণে সকলে আজ অশ্রুসিক্ত, ফ্রান্সে রাসুলের নামে অশ্লীল ব্যঙ্গাত্মক চিত্র ঝুলিয়ে রেখে তারা কুল মুসলিমের হৃদয়স্পন্দনে আঘাত করেছে।

#Boycott_france
#I_love_Muhammad(sm)❤️❤️

“থাকিতে দেহে প্রাণ
তোমারি সম্মান
দেবোনা দেবোনা লুটাতে ধুলোয়”
সবাইকে আমার পক্ষ থেকে সিরাতুন নবী (সা) দিবসের শুভেচ্ছা

লেখকঃ হিসান আল আবরার,কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন