Ads

যেভাবে গার্মেন্টস কর্মীদের আন্দোলন থেকে বিরত করা হয় (ভিডিও)

গত সপ্তাহে গাজীপুরের এক গার্মেন্টস কর্মীদের আন্দোলনের সময়ে একটি গার্মেন্টস আন্দোলনরত কর্মীদের তাদের উর্ধ্ধতন অফিসার  এসে হ্যান্ড মাইকে এভাবে ধমকের সূরে শান্তনা  দিয়ে বলতে “ তোমরা সবাই চলে এসো। যে যার কাজে যাও । একটু আগেই এমডির সাথে আমাদের মিটিং হয়েছে ।  তোমরা তোমাদের আন্দোলন ছেড়ে দ্রুত তোমাদের কাজে যোগ দাও । তোমরা এখনই কাজে যোগ দিলে তোমাদের ১০০% বেতন-বোনাস দেয়া হবে । আর তা না হলে তোমরা ৫০% বেতন- বোনাসও পাবে না ।” এর পর শ্রমিকরা হয়তো কিছুটা ভয়ে, কিছুটা আশ্বাস পেয়ে দৌড়ে ঢুকে পড়ে গার্মেন্টসের ভিতরে ।

আরও পড়ুন