Ads

ঢাবিতে ভর্তি পরীক্ষায় দুই জমজের একই মেধাস্কোর

।। ফরিদুল ইসলাম নির্জন।।

আমাদের সিরাজগঞ্জের উল্লাপাড়ার মেয়ে অবনী হক ও অতুন হক। দুজন জমজ বোন। এলাকাতে যেকোনো পরীক্ষায় একই নম্বর পেতো, ফলাফল হতো একই। এসএসসিতে দুজনই জিপিএ ৪.৯৪ আর এইচএসসিতে জিপিএ ৫.০০ পায়।

আশ্চর্যের ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে খ ইউ‌নি‌টের ভ‌র্তি পরীক্ষায়।

তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভ‌র্তি পরীক্ষায় পে‌য়ে‌ছে ৫৩ নম্বর ক‌রে । ফ‌লে দুজ‌নের মেধা‌স্কোর হয় ৭২.৮৮ এবং মেধাক্রম হয় ১৬৩৬ ও ১৬৩৭ ।

এ কেমন আশ্চর্য ধরনের মিল। তারা দুজনই ভাষাবিজ্ঞান বিভা‌গে ভ‌র্তির জন‌্য সিলেকশন হয়েছে। অভিনন্দন বোন দুজনকে।

আরও পড়ুন