Ads

আন্তর্জাতিক পিয়ানোবাদক অ্যাডাম হেরন পিয়ানো বাজাবেন মিশরের ম্যানাস্টারি প্রাসাদে

আন্তর্জাতিক ডেস্ক, মহীয়সী

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত  ২০ বছর বয়সী  পিয়ানোবাদক অ্যাডাম হেরন আগামী শুক্রবার ২০ ডিসেম্বর রাত ৮ টায় মিশরের কায়রোর ম্যানিয়ালে অবস্থিত ম্যানাস্টলি প্যালেস (আর্টস জন্য আন্তর্জাতিক কেন্দ্র) পিয়ানো বাজাবেন ।

বেশ কয়েকটি অর্জন রয়েছে তার ঝুলিতে এবং বর্তমানে তিনি লন্ডনের রয়্যাল একাডেমি অফ মিউজিকে অধ্যয়ন করছেন । নতুন মৌসুমটি শুরুর অল্প সময়ের মধ্যেই সুরকার ও কন্ডাক্টর হিশাম গাবরের নেতৃত্বে ম্যানাস্টারি প্রাসাদ (ইন্টারন্যাশনাল সেন্টার ফর আর্টস) অ্যাডাম হেরনের সমন্বিত একটি পিয়ানো আবৃত্তি অনুষ্ঠিত হবে।

১৯৯৯ সালে নাইজেরিয়ান-ফিলিপিনো বংশোদ্ভূত অ্যাডাম হেরন  হংকংয়ে জন্মগ্রহণ করেন । তিনি  নিজেকে আজকে একেবারে শীর্ষস্থানীয় তরুণ পিয়ানোবাদক হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি আইরিশ হেরিটেজ মিউজিক অ্যাওয়ার্ডের বিজয়ী এবং বিবিসি ইয়ং মিউজিশিয়ান অফ দ্য ইয়ার প্রতিযোগিতায় চূড়ান্ত প্রতিযোগী। বর্তমানে হেরন লন্ডনের রয়্যাল একাডেমি অফ মিউজিকের পন্ডিত, ক্রিস্টোফার এলটনের অধীনে পড়াশোনা করছেন।

সূত্রঃ আল আহরাম অনলাইন, মিশর

আরও পড়ুন