Ads

আপনি কি বুদ্ধিমান ?

তারিক হক

পাঠক আপনি কি জানেন কেন আমরা বাঙালিরা ইউরোপিয়ান আর মার্কিনদের চেয়ে পিছিয়ে আছি ?

আপনি সাথে সাথে বলবেন :

-আমাদের দেশ গরিব ।

-আমাদের ভাগ্যটি এই রকম ।

-আমাদের রিসোর্স নেই ।

-আমাদের সরকার খারাপ ।

-আমাদের বিরোধী দল মূর্খ ।

আপনি কি একবার ভেবে দেখেছেন দোষটি কার ? সব দোষ আপনার । আপনি কোনোদিনই তা স্বীকার করবেন না তাই না ?

আমি চল্লিশ বছর ধরে বিদেশে আছি । আমার তো মনে পড়ে না আমি কোনো পরীক্ষায় সেকেন্ড হয়েছি !

আমার প্রশ্ন : আমি যেটা পেরেছি আপনি তা পারবেন না কেন ? নিজেকে বলুন আমি পারবোই ।

ইউরোপিয়ান আর মার্কিনরা শুধু একটি কারণেই সামনে এগিয়ে আছে তা হলো আত্মবিশ্বাস , সময়জ্ঞান , নিয়মানুবর্তিতা আর অজুহাত না দেয়া ।

বাংলাদেশে কাউকে কিছু বললেই উত্তর আসে “কোনো চিন্তা করবেন না , কালকে করে দেব “।

এই “কোনো এক সময়ের” কথা শুনলে আমার গায়ে জ্বর এসে যায় ।

JUST FORGET THIS WORD . DO IT NOW .

টি-শার্ট পরা এক ভদ্রলোকের ( মার্ক জাকারবার্গ ) পরাশক্তি দেখে আমি অবাক হয়ে যাই । কীভাবে তিনি লক্ষ লক্ষ কিশোর-কিশোরী, তরুণ -তরুণী , যুবক -যুবতী কে মানসিক ও শারীরিক ভাবে অথর্ব করে ফেলেছেন ।

ঘুম থেকে ফেসবুক , কাজের ফাঁকে ফাঁকে ফেসবুক , ঘুমোনোর আগে ফেইসবুক ।

বস্ এসে কর্মচারীকে বললেন , বাহ, আপনি তো চমৎকার কাজ করেন , আজকে একদিনে যা কাজ করেছেন সারা মাসেও এত কাজ করেন নি ।

কর্মচারী সবিনয়ে উত্তর দিল স্যার, আজকে তো ফেসবুক বন্ধ সেই জন্যে ।

আমি শুনেছি ফাঁসি দেয়ার আগে জল্লাদ যখন জিজ্ঞাসা করলো বলুন আপনার শেষ ইচ্ছে কী ?

কয়েদী উত্তর দিল আমি ফেসবুক এ গিয়ে একবার আমার Status চেক করব ।

আপনি আপনার নিতম্বকে দোলা দিয়ে উঠে দাঁড়ান । সকালে ঘুম থেকে উঠে বলবেন আজকের কাজ আজকে করবো । দেখবেন আপনি সাফল্যের শীর্ষে উঠেছেন ।

এতক্ষণ তো ফেসবুককে ধোলাই দিলাম । তবে ফেসবুক না থাকলে কোথা থেকে আমি আপনাদের মতো হাজার হাজার বন্ধু-বান্ধবী পেতাম । Thank you Mark .

তারিক হক জার্মান প্রবাসী ও মোটিভেশনাল লেখক।

আরও পড়ুন