Ads

ইতালির নতূন রাষ্ট্রদূত হিসাবে আজ নিয়োগ পেলেন শামীম আহসান

মাঈনুল ইসলাম নাসিম, ইতালি থেকে

পেশাদার সফল কূটনীতিক শামীম আহসান ইতালিতে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন এমন নিশ্চিত সংবাদটি প্রকাশ করেছিলাম দুই মাস আগেই। আলহামদুলিল্লাহ আজ অফিসিয়ালি নিয়োগ পেলেন। দেড় দশক আগে থেকেই ইতালি প্রবাসীদের অত্যন্ত আস্থাভাজন তিনি।

ঢাকাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয় ২৪ আগস্ট অফিসিয়াল প্রেস রিলিজ ইস্যু করায় ঠিক আজ সোমবার থেকেই শুরু হলো আলোর পথে নতুন অধ্যায়। ২০০৪ থেকে ২০০৮ রোমের বাংলাদেশ দূতাবাসেই সফল কাউন্সিলর (মিনিস্টার) ছিলেন শামীম আহসান। ওয়েলকাম ব্যাক প্রিয়জন! ২ লাখ বাংলাদেশি পথ চেয়ে আছে আপনার।

🇮🇹 মাঈনুল ইসলাম নাসিম, অনলাইন অ‍্যাকটিভিস্ট

আরও পড়ুন