Ads

উপজেলা পরিচিতি – বাগমারা

উত্তর বঙ্গ রাজশাহীর এক গৌরব গাঁথা স্থান হচ্ছে বাগমারা উপজেলা।
কথিত আছে এখানে এক সময় বন-জঙ্গলে পরিপূর্ণ ছিল। শোনা যায় বৃটিশ আমলে বিসত্মীর্ণ বন-জঙ্গল কেটে জনবসতি গড়ে উঠায় উপজেলার নামকরণ হয় ‘‘বাগমারা’’। এছাড়াও কথিত আছে বর্তমান বাগমারা থানা ভবনের জমির উপর বিরাট একটি বাগান ছিল। বাগানটি কেটে থানা ভবন নির্মাণের কারণেও অঞ্চলটি ‘‘বাগমারা’’ নামে পরিচিতি পায়।

𒊹︎ বাগমারার প্রাচীন জায়গা হিসেবে তাহেরপুর দেশ ও বিদেশে পরিচিতি লাভ করে। জানা যায় বাংলার বার ভূঁইয়ার অন্যতম তাহের ভূঁইয়া সদলবলে তাহেরপুরে আসেন এবং তাঁর নামানুসারে ‘‘তাহেরপুর’’ নামকরণ হয়।

#আয়তন: ৩৬৩.৩ বর্গ কিমি।
#অবস্থান: ২৪°৩০´ থেকে ২৪°৪১´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°৪১´ থেকে ৮৮°৫৮´ পূর্ব দ্রাঘিমাংশ।

#সীমানা: উত্তরে মান্দা ও আত্রাই উপজেলা, দক্ষিণে দুর্গাপুর, পুঠিয়া এবং নাটোর সদর উপজেলা, পূর্বে আত্রাই এবং নাটোর সদর উপজেলা, পশ্চিমে মোহনপুর উপজেলা।

𒊹︎ জনসংখ্যা ৩১৯৯৬৮; পুরুষ ১৬৩২৫৮, মহিলা ১৫৬৭১০। মুসলিম ৩০৪১১৯, হিন্দু ১৫৭৭৫, বৌদ্ধ ২০, খ্রিস্টান ১০ এবং অন্যান্য ৪৪। (আ:শু:২০১১)

𑁍︎ জলাশয় প্রধান নদী: বারনাই

𒊹︎ #শিক্ষা ➪︎
বাগমারায় সাক্ষরতার হার ৩৮.৯৯% । এর মধ্যে পুরুষ ৪৬.৯৭% , মহিলা ৩০.৭৬% এবং অন্যান্য ২২.২৭% ।

★︎ বাগমারায় মোট বেসরকারী কলেজ আছে ২১ টি,সরকারী কলেজ ১ টি।
★︎ মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৯৭ টি, মাদ্রাসা ৪৭ টি এবং সরকারী প্রাথমিক বিদ্যালয় আছে ২১০ টি।
★︎★︎ বাগমারার অন্যতম প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান হলো ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ(পূর্বে এর নাম ছিলো ভবানীগঞ্জ ডিগ্রী কলেজ) এবং তাহেরপুর ডিগ্রী কলেজ।
এছাড়া ১৮৯১ সালে প্রতিষ্ঠিত ঝিকরা ইউনিয়নের তেগাছি সেনপাড়া গ্রামে অবস্থিত বিপ্রকয়া সেনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৮৯৮ সালে প্রতিষ্ঠিত আচিনঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ১৯১৭ সালে প্রতিষ্ঠিত বীরকুৎসা অবিনাশ উচ্চ বিদ্যালয় দেশের অন্যতম প্রাচীন বিদ্যালয়।

✪︎ #কৃষি ➪︎
কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৬৯.৮৮%, ভূমিহীন ৩০.১২%। শহরে ৫৯.২৯% এবং গ্রামে ৭১.১৪% পরিবারের কৃষিজমি রয়েছে।

᪥︎ প্রধান কৃষি ফসল ধান, গম, আলু, ভুট্টা, সরিষা, তিল, পান, শাকসবজি।

Ꙭ︎ বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি যব, কাউন, পাট, তিসি, মসুরি, ছোলা, খেসারি।

★︎ প্রধান ফল-ফলাদি আম, কলা, কাঁঠাল, লিচু, পেয়ারা, পেঁপে, কুল।

𒊹︎ কুটিরশিল্প লৌহশিল্প ৮০, মৃৎশিল্প ১৪০, তাঁতশিল্প ১৫, বাঁশের কাজ ২৩০, বেতের কাজ ৭৬।

🚦🚥 যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ১২৭ কিমি, কাঁচারাস্তা ৪০৬ কিমি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, গরু ও ঘোড়ার গাড়ি।🎠

#মেলা_হাটবাজার
হাটবাজার ও মেলা হাটবাজার ৩০, মেলা ৫..

তাহিরপুর হাট, ভবানীগঞ্জ হাট, মোহনগঞ্জ হাট, মাদারীগঞ্জ হাট, মচমইল হাট, গাঙ্গোপাড়া হাট, বড়হাট, হামিরকুৎসা হাট, একডালা হাট, নরদাশ হাট, দামনাশ হাট, শিকদারী হাট এবং ঢেঁকলতলা মেলা উল্লেখযোগ্য।

♕︎𒊹︎♕︎ প্রশাসন বাগমারা থানা গঠিত হয় ১৮৬৯ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৪ সালে।

আব্দুল মতিন – সহ সম্পাদক মহীয়সী

আরও পড়ুন