Ads

জর্জ ফ্লোয়েড এর হত্যার প্রতিবাদ সমাবেশ “Black Lives Matter”

আন্তর্জাতিক ডেস্ক, ইউএসএ

“Black Lives Matter” শিরোনামে জর্জ ফ্লোয়েড এর হত্যার প্রতিবাদে ইউএসএ  এর প্রতিটি শহরে শুরু হয়েছে প্রতিবাদ সমাবেশ । একেদিন একেকটি শহরে হচ্ছে এই প্রতিবাদ । বর্ণবাদ এর বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে গোটা আমেরিকা । গতকাল লস এঞ্জেলস এর সিটি হল এবং LAPD office এর সামনে এই প্রতিবাদ সমাবেশ হয় । এর মুল শ্লোগান ছিল “No Justice No peace ”। এছাড়াও  এর আগে গতকাল ডাউন টাউন ভ্যালেতে সিটি হলের সামনে  বর্ণবাদ বিরোধী সমাবেশ হয় ।

এতে উপস্থিত ছিলেন ইউ এস এ প্রবাসী বাংলাদেশী আবৃত্তিকার ও এটিএন নিউজের ফরেন কারেস্পন্ডেন্ট শিলা মোস্তফা । অনেকেই বলেন- সব দেখেও প্রেসিডেন্ট ট্রাম্প জনগণের প্রতি শ্রদ্ধাশীল হবে বলে মনে হয় না ! তবুও জোর গলায় বলতে হবে, বর্ণবাদ নিপাত যাক !

রিপোর্টারঃ ইউএস  প্রবাসী বাংলাদেশী আবৃত্তিকার ও এটিএন নিউজের ফরেন কারেস্পন্ডেন্ট শিলা মোস্তফা

আরও পড়ুন