Ads

জাতিসংঘের ব্ল্যাক লিস্টে অন্তর্ভুক্ত হচ্ছে ইসরায়েল!

।। আন্তর্জাতিক ডেস্ক, মহীয়সী ।।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের বলেছেন যে ইসরায়েলকে জাতিসংঘের কালো তালিকায় যুক্ত করা হবে যারা “সংঘাতপূর্ণ অঞ্চলে শিশুদের ক্ষতি করে”। আগামী সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত আদেশ স্বাক্ষর হতে পারে। জাতিসংঘের কালো তালিকায় থাকা ইসরায়েলকে অস্ত্র সরবরাহের ক্ষতির পাশাপাশি এর কূটনৈতিক সম্পর্কের ক্ষতির সম্মুখিন করতে পারে। রেজোলিউশনটি ৪ বছরের জন্য কার্যকর হবে।

এরই প্রেক্ষিতে এদিকে ইসরায়েলি মিডিয়া রিপোর্ট করেছে যে, জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে তার কালো তালিকায় যুক্ত করছে । ইসরায়েলি মিডিয়া একে দেশটির জন্য গুরুত্বপূর্ণ একটি  রাজনৈতিক ধাক্কা হিসেবে চিহ্নিত করেছে। এরই  প্রতিক্রিয়ায় হিব্রু সম্প্রচার কর্তৃপক্ষ উল্লেখ করেছে যে বেনি গ্যান্টজের নেতৃত্বে পরিচালিত স্টেট ক্যাম্প পার্টি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রাজনৈতিক জোট থেকে নিজেদের পার্টিকে প্রত্যাহার করার কথা বিবেচনা করছে । অপ্রত্যাশিত কিছু না ঘটলে গ্যান্টজের নেতানিয়াহুর রাজনৈতিক জোট থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ।

বেনি গ্যান্টজ ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

 

গত মাসের ১৭ মে ইসরায়েলি যুদ্ধের ক্যাবিনেট মন্ত্রী বেনি গ্যান্টজ দাবি করেছিলেন যে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে একটি সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি ভিত্তিক প্রতিশ্রুতি রয়েছে  আমাদের । গাজা সংঘাতের পর যুদ্ধ-পরবর্তী সময়ে কে এই অঞ্চলটিকে  শাসন করবে সেই বিষয়ে । একটি সংবাদ সম্মেলনের সময় গ্যান্টজ 8 জুনের মধ্যে একটি ছয়-দফা পরিকল্পনা গঠনের আহ্বান জানিয়েছিলেন। তিনি সতর্ক করে দিয়েছিলেন যে যদি তার প্রত্যাশা পূরণ না হয়, তবে তিনি নেতানিয়াহুর জরুরি জোট থেকে তার স্টেট ক্যাম্প পার্টি প্রত্যাহার করে নেবেন।

এদিকে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু X (আগের টুইটার) তে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, দক্ষিণ, উত্তর, এবং জুডিয়া ও সামারিয়া সহ একাধিক ফ্রন্টে ইসরায়েলের যুদ্ধের কথা তুলে ধরেছেন।

তিনি তীব্র আন্তর্জাতিক চাপ স্বীকার করলেও কিন্তু বর্তমান বাস্তবতা পরিবর্তন করার অঙ্গীকার করেছেন ।  ইসরায়েলের সৈন্য, কমান্ডার এবং নিরাপত্তা বাহিনীর প্রতি আস্থা প্রকাশ করে দেশের নিরাপত্তা নিশ্চিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ।

সূত্রঃ আলবা ওয়াবা, মিডল ইস্ট

…………………………………………………………………………………………………………………………

মহীয়সীর প্রিয় পাঠক ! সামাজিক পারিবারিক নানা বিষয়ে লেখা আর্টিকেল ,আত্মউন্নয়নমূলক অসাধারণ লেখা, গল্প  ও কবিতা  পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi  তে লাইক দিয়ে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন। আর হা মহীয়সীর সম্মানিত প্রিয় লেখক! আপনি আপনার পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে-  [email protected]  ও  [email protected] ; মনে রাখবেন,”জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও উত্তম ।” মহীয়সীর লেখক ও পাঠকদের মেলবন্ধনের জন্য রয়েছে  আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম ; আজই আপনিও যুক্ত হয়ে যান এই গ্রুপে ।  আসুন  ইসলামী মূূল্যবোধে বিশ্বাসী প্রজন্ম গঠনের মাধ্যমে সুস্থ,সুন্দর পরিবার ও সমাজ গঠনে ভূমিকা রাখি । আল্লাহ বলেছেন, “তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে চলো ।” (সূরা বাকারা-১৪৮) । আসুন আমরা বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে সমাজে অবদান রাখতে সচেষ্ট হই । আল্লাহ আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমিন ।

আরও পড়ুন