Ads

নতুন বইয়ে হোক জীবন রঙ্গিন

রাজশাহী প্রতিনিধি, মহীয়সী

“নতুন বছর নতুন দিন

নতুন বইয়ে হোক জীবন রঙ্গিন”

এই স্লোগানকে সামনে রেখে আজকে সকালে মুজিব বর্ষের প্রথম দিনে বই উৎসব করেছে রাজশাহীর মাসকাটাদীঘি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা । আজ সকালে শীতের হিম হিম ভাবকে উপেক্ষা করে শিশুরা স্কুল প্রাঙ্গণে উপস্থিত হয়েছে উৎসবের আমেজ নিয়ে । মাসকাটাদীঘির মতো  দেশের বিভিন্ন স্কুলে বই বিতরণ উৎসব একটা আলাদা ধরণের আনন্দের আবহ বয়ে আনে শিশু কিশোরদের জীবনে । বছরের প্রথম দিনেই বই বিতরণের এই উৎসব তাদের মনে ও প্রাণে ছড়িয়ে দেয় বইয়ের প্রতি প্রেম ও ভালোবাসা ।

আরও পড়ুন