Ads

বিশ্বখ্যাত ফাইটার পাইলট ক্যাপ্টেন সাইফুল আযম মৃত্যুবরণ করেছেন

বীরত্বসূচক পদকপ্রাপ্ত বিশ্বখ্যাত ফাইটার পাইলট গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আযম গতকাল দুপুর ১টায় ঢাকার সিএমএইচে মারা গেছেন। বার্ধক্যজনিত জটিল রোগে মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।

সাবেক এ সংসদ সদস্য সাইফুল আযম ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইলের তিনটি বিমান ভূপাতিত করার মহানায়ক। ইসরাইলের জঙ্গী বিমান ছাড়াও ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে তিনি একটি ভারতীয় বিমান ভূপাতিত করেছিলেন। তিনি ছিলেন এই উপমহাদেশ থেকে আমেরিকায় প্রশিক্ষণপ্রাপ্ত প্রথম টপ গান। গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আযম হচ্ছেন পৃথিবীর একমাত্র ফাইটার পাইলট, যিনি পাকিস্তান, জর্দান ও ইরাক থেকে যুদ্ধে বীরত্ব প্রদর্শন করায় বীরত্বসূচক পদকপ্রাপ্ত (লিভিং ঈগল)। তাঁর জীবনীর ওপর একটি বই ‘বাংলাদেশ ডিফেন্স জার্নাল’ থেকে প্রকাশের পথে ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এর কাজ পিছিয়ে যায়।

আমরা এই সাহসী বীরের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান স্রষ্টা যেন তাঁকে বেহেস্ত নসিব করেন।

রিপোর্টার: আহমেদ জহুর
[email protected]

#তথ্যসূত্র : Neela Haq

আরও পড়ুন