Ads

মহীয়সী গ্রুপের নীতিমালা সমূহ

মহীয়সী কর্তৃপক্ষঃ

মহীয়সী পাবলিক গ্রুপ সৃজনশীল শিক্ষা সাহিত্য ও সংস্কৃতির প্লাটফর্ম।
এ গ্রুপের কিছু নিয়ম নীতি রয়েছে, নীতিমালা মেনে আমরা নিজেদের মননশীল সাহিত্য সংস্কৃতি উপহার দিতে চাই।
এ নীতিমালা পরিবার, সমাজ ও সামগ্রিক জীবন চিত্রে প্রভাব ফেলবে বলে আমরা বিশ্বাস করি।

নীতিমালা সমূহঃ

১. শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি নিয়ে গঠন মূলক পোস্ট প্রত্যাশা করি।

২. অশ্লীল, সাম্প্রদায়িকতাপূর্ণ, রাজনৈতিক লিখা এগ্রুপ এভয়েড করবে।

৩. বাছাইকৃত সেরা ছড়া,কবিতা, গল্প,উপন্যাস, রম্য রচনা,প্রবন্ধ,নিবন্ধ,
নির্বাচিত চিঠি,পাঠ প্রতিক্রিয়া ইত্যাদি  লেখা আমাদের অনলাইন ওয়েব পেজে প্রকাশিত হবে।

৪. কোন সদস্য  অন্য কারো লিখা এই গ্রুপে শেয়ার  করতে পারবেনা। তবে লেখকের অনুমতি সাপেক্ষে লেখকের নাম মেনশান করে, পোস্ট দেওয়া যেতে পারে।

৫. অংকন, ফটোগ্রাফি, আবৃত্তি এবং সঙ্গীতকেও উৎসাহিত করা হবে।
৬. অনুবাদ সাহিত্য পোস্ট করা যাবে। সেক্ষেত্রে মূল লেখক এবং লেখার শিরোনাম, বইয়ের নাম, কবিতার নাম উল্লেখ করতে হবে।

৭. বিতর্ক ছড়াতে পারে এমন যে কোন লেখা বিনা নোটিশে রিমুভ করার ক্ষমতা মহীয়সী পরিবার সংরক্ষণ করে।

৮. লেখকদের লেখায় গঠনমূলক কমেন্ট করতে পারেন। উৎসাহ দিন, সংশোধনী থাকলে বিনয়ের সাথে তা প্রদান করতে পারেন।

আরও পড়ুন