Ads

রাজশাহীতে শহীদ বুদ্ধিজীবি দিবসে পরিচয়ের দিনব্যাপী কর্মসূচি

ইমরান সাজিদ, রাজশাহী

প্রেস রিলিজ : ১৪ ডিসেম্বর, শনিবার

শহীদ বুদ্ধিজীবি দিবসে পরিচয় সংস্কৃতি সংসদ দিনব্যাপী কর্মসূচি পালন করে। রাজশাহীস্থ পরিচয় মিলনায়তনে সকাল নয়টা থেকে শুরু হয় শিল্প-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ের কর্মশালা। অর্ধশতাধিক সাহিত্যকর্মীর অংশগ্রহণে  শিল্প-সাহিত্য-সংস্কৃতিচর্চা ও মূল্যবোধ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ। ‘ছোটগল্প: নির্মাণশৈলী ও সমকাল’ বিষয়ে আলোচনা করেন গল্পকল্প সম্পাদক কথাশিল্পী মাতিউর রাহমান, ‘ছড়া-কবিতা ও গীতিকবিতা : ছন্দ ও অলংকার’ এবং ‘প্রবন্ধ-নিবন্ধের রচনাশৈলী’র বিষয়ে আলোচনা করেন কবি মাহফুজুর রহমান আখন্দ। উপরোদ্ধৃত বিষয়সমূহে সম্পূরক আলোচনা করেন কবি জামাল দ্বীন সুমন, গল্পকার আসাদুজ্জামান জুয়েল, কবি ফারহানা শরমীন জেনী। কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন কবি মনজু রহমান এবং কথাশিল্পী নাজিব ওয়াদুদ। কবি এ বি সিদ্দিকীর পাঁচটি গ্রন্থের মোড়ক উন্মোচন করছেন অতিথিবৃন্দ ।

দুপুরে খিচুড়ি ভোজের পরে শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। পরিলেখ প্রকাশিত কবি ও প্রাবন্ধিক এ বি সিদ্দিকীর পাঁচটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থগলো হচ্ছে- প্রবন্ধগ্রন্থ; সমাজ সংস্কৃতি ও উন্নয়ন, ব্যাংক ঋণের চালচিত্র, একাত্তরের যুদ্ধ দিনের স্মৃতি’ গল্পগ্রন্থ পড়ন্ত বিকেল এবং কবিতাগ্রন্থ একান্ত সংলাপ। কথাশিল্পী নাজিব ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি মনজু রহমান, মাহফুজুর রহমান আখন্দ, মাতিউর রাহমান, কবি এ বি সিদ্দিকী। এরপর শুরু হয় পরিচয়ের ১৮২তম সাহিত্য আসর। বিজয়ের সাহিত্য পাঠের এ পর্বে সভাপতি ছিলেন বীরমুক্তিযোদ্ধা কবি এবি সিদ্দিকী। আলোচনা ও লেখা পাঠ করেন অ্যালবাম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবি মনজু রহমান, শেখ তৈমুর আলম প্রমুখ। লেখা পাঠ করেন, কবি মুকুল কেশরী, খন্দকার নাসির উদ্দিন, এরফান আলী এনাফ, সাবের রাহী, ড. মুর্শিদা খানম, অভি মণ্ডল, নাহিদা আকতার নদী, শাহানা ইয়াসমিন মুক্তা, হাসিনা বিশ্বাস, জসিম উদ্দিন বিজয়, তানিয়া আনজু, সাদরুকা আফরিন, হালিম সিরাজী, আহমেদ হেলাল, আল মারুফ, হাম্মদ নূর, আখম মোস্তাফিজ, সেতাউর রহমান, খোশবর আলী, ইমরান আজিম, সুমাইয়া, সোয়েব আলী, সরকার নজরুল ইসলাম, ইমরান সাজিদ, শাহাদাত শাকিল, নুরুল হুদা সিদ্দিকী, মোবাল্লেগ হোসেন, জহির নোভেল, সালেকুর রহমান স¤্রাট, রহিসুল ইসলাম, এস এম মুজাহিদ প্রমূখ। পঠিত লেখা নিয়ে আলোচনা করেন পরিচয় সংস্কৃতি সংসদ এর সভাপতি কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ।

 

 

আরও পড়ুন