Ads

রাজশাহী ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস-এ জাতীয় শোক দিবস পালন

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত “রাজশাহী ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস” -এ যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
১৫ আগস্ট সকালে শোকর‍্যালীর মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, ইনস্টিটিউটের সভাকক্ষে আলোচনা অনুষ্ঠান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠান করা হয়েছে।
কর্মসূচীসমূহে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সদস্য ড. এফ এম আলী হায়দার, পরিচালক ড. হাফিজুর রহমান, উপাধ্যক্ষ জনাব মো: শাহাবুদ্দীন আহমেদ-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন কৃষি বিভাগের শিক্ষক জনাব মো: তারিক হাসান।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে “রাজশাহী ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস” প্রতিষ্ঠানটি ২০১৯-২০ইং শিক্ষাবর্ষ থেকে ৪ টি বিষয়ে (এগ্রিকালচার, ফিশারিজ, মাইক্রোবায়োলজি এবং ফুড ও নিউট্রিশনাল সায়েন্স) বি. এস-সি (অনার্স) কোর্স সমূহে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরও পড়ুন